English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৭ ০৯:২০

বিড়ালের খোঁজে পোস্টারিং!

নিজস্ব প্রতিবেদক
বিড়ালের খোঁজে পোস্টারিং!

হারিয়ে গিয়েছে ‘মিমো’। বড় যন্ত্রণায় দিন কাটছে তাঁর। পরিবারেও মন খারাপ সকলের। তাকে খুঁজে বার করতে তাই এলাকায় পোস্টার দিয়েছেন প্রৌঢ় তাপস রায়।

গত ১ জানুয়ারি দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন রেলওয়ে মাঠ থেকে হারিয়ে যায় তাপসের বাড়ির দু’বছরের পোষ্য বিড়াল ‘মিমো’। সেদিন থেকে ঘুম নেই তাঁর পরিবারের কারও। এই কনকনে শীতে ‘মিমো’ কোথায় কী অবস্থায় আছে, সে কথা ভেবেই রক্তচাপ বাড়ছে ৫৮ বছরের তাপসের। 

‘মিমোকে’ খুঁজতে তাই এলাকায় পোস্টার সাঁটিয়েছেন তিনি। যোগাযোগের জন্য ফোন নম্বর দিয়ে মিমোর ছবি সাদা পোস্টারে লাল কালিতে লেখা হয়েছে, ‘হীরালাল মজুমদার কলেজের সামনে তাপস রায় ও দেবু রায়ের বাড়ির পোষা এই বিড়ালটি গত ১ লা জানুয়ারি, ২০১৭ হইতে নিখোঁজ। যদি কোন সহৃদয় ব্যক্তি উহার সন্ধান পান, তাহলে দয়া করিয়া যোগাযোগ করুন। ১৪ নং যদুনাথ সার্ব্বভৌম লেন, কলকাতা-৩৫’।

তবে ‘মিমোকে’ ফিরে পেতে শুধু পোস্টারেই ভরসা রাখেননি তাপস। এলাকার প্রতিটি বাড়িতে ‘মিমোর’ নিখোঁজের কথা জানিয়েছেন পেশায় ব্যবসায়ী তাপস। বাড়িতে ছ’সাতটি বিড়াল রয়েছে। কিন্তু তাঁর কথায়, ‘মিমোর’ জায়গা তাঁর কাছে আলাদা।  আগেও বিড়াল হারিয়েছে তাঁর। কিন্তু এভাবে নিরুদ্দেশ সংক্রান্ত পোস্টার তিনি এই প্রথম দিলেন। তাপসের কথায়, ‘পোষ্য প্রাণী সন্তানতুল্য। সন্তান হারালে বাবাই যন্ত্রণা বোঝে। খুব কষ্ট হচ্ছে। এত ঠান্ডায় সে চাদরের তলায় থাকত। এখন যে কোথায় কী করছে, কে জানে!’ তবে মিমোকে নিয়ে কেউ যদি ভাল রাখেন, তাতেও রক্তচাপ কমবে, জানালেন তাপস।