English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ০২:১৬

মমতার সাজানো অবস্থান কর্মসূচির মঞ্চে সবজি!

অনলাইন ডেস্ক
মমতার সাজানো অবস্থান কর্মসূচির মঞ্চে সবজি!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলের সভা মঞ্চে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পেপে, মুলা, কুমড়া, কড়াইশুঁটি, টমেটো, ওল, পেঁয়াজকলি, আলু এবং আরও কিছু সবজির পসরা নিয়ে জমিয়ে বসেছিলেন ওই বিক্রেতা। 

ফাঁকা পড়ে থাকা ওই মঞ্চের দখল নিয়েছিলেন জীবিকার সন্ধানে আসা এক সব্জি বিক্রেতা। বেশ কয়েকঘণ্টা মঞ্চে বসেই সবজি বিক্রি করেন তিনি। 

এ প্রসঙ্গে এদিন তৃণমূলের এক স্থানীয় নেতা বলেন, ‘‘আমাদের ধর্নামঞ্চে একজন গরিব সবজি বিক্রেতা সবজি বিক্রি করলে এতে আমাদের সম্মান বাড়ে। আমরা তাঁকে ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের অধিকারের জন্য লড়াই করেন। এই ঘটনাই প্রমাণ করছে, গ্রামের গরিব মানুষ আমাদের সঙ্গে রয়েছেন।’’

যদিও এর আগে ওই মঞ্চে তৃণমূল নেতারা নোট বাতিলের জেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কথা দিয়ে তুলোধুনো করেন।