English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০

টিভির রিমোট চুরির দায়ে ২২ বছর জেল!

নিজস্ব প্রতিবেদক
টিভির রিমোট চুরির দায়ে ২২ বছর জেল!

প্রতিবেশীর বাসা থেকে টিভি রিমোট চুরির জন্য ২২ বছরের জেল হয়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয়েস রাজ্যের এক বাসিন্দার। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের পর এই শাস্তি দেয় আদালত।

অবশ্য এভাবে দেখলে তার 'লঘু শাস্তির গুরুদণ্ড' মনে হতে পারে। মূল বিষয় হল- ৩৫ বছর বয়সী ব্রামওয়েল প্রতিবেশীদের বাসা থেকে যা ইচ্ছা তুলে নিয়ে আসত চুরি করে। 

এ বিষয়ে তাকে বেশ কয়েকবার সাবধান করা হলেও বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছুদিন পরেই জেল থেকে বেড় হয়ে আবারো চুরি করত ব্রামওয়েল। আর সে কারণেই সর্বশেষ তার চুরির বিষয়টি হাতেনাতে প্রমাণ পাওয়ায় এই শাস্তি দেয় বিচার বিভাগ।   জানা যায়, নিজ বাসা থেকে কয়েক ব্লক দূরে প্রতিবেশীর বাসা থেকে টিভির রিমোট চুরি করে ব্রামওয়েল। কিন্তু ভুল করে নিজের হাত মোজা সেখানে ফেলে আসেন এই ছিচকে চোর। তার এই মোজায় থাকা ডিএনএ পরীক্ষা করে চুরির বিষয়টি প্রমাণিত হলে এই চুরিসহ পূর্বের অন্য চুরির অপরাধগুলোর জন্য একত্রে তাকে ২২ বছরের শাস্তি প্রদান করা হয়। বিচার বিভাগ আরো জানায়, এই ২২ বছরই কারাগারে কাজ করতে হবে ব্রামওয়েলকে। মিরর।