English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:৫৫

ব্রাউজিং সহজ করতে গুগলের নতুন ফিচার

অনলাইন ডেস্ক
ব্রাউজিং সহজ করতে গুগলের নতুন ফিচার

মোবাইল অপারেটিং সিস্টেমে ইন-অ্যাপ ব্রাউজিংকে আরও সহজ করতে নতুন ফিচার নিয়ে এসেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। 

এতে রয়েছে পার্সিয়াল কাস্টম ট্যাব এবং অটো-ফিলিং পাসওয়ার্ডের মত চমকপ্রদ সুবিধা। পার্সিয়াল কাস্টম ট্যাবের মাধ্যমে ডেভেলপাররা প্রাথমিকভাবে ট্যাবের ওপর আরও নিয়ন্ত্রণ পাবে। যার অর্থ ব্যবহারকারী কোনও আর্টিকেলের লিংকে ক্লিক করলে একটি ট্যাব হাফস্ক্রিনেও ব্যবহার করতে পারবে। 

নতুন ফিচারটি ব্যবহারকারীদের একইসঙ্গে অ্যাপ্লিকেশন এবং ইন-অ্যাপ ব্রাউজারগুলোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ দেবে। ফলে ব্যবহারকারীরা আরও নির্বিঘ্নে ব্রাউজিং করতে পারবে। ফিচারটি ক্রোমসহ নির্বাচিত ইন-অ্যাপ ব্রাউজারগুলোতেও ব্যবহার করা যাবে। 

এছাড়া গুগল ওয়েবভিউতে ক্রোম কাস্টম ট্যাব ব্যবহার করছে। গুগলের মতে, ক্রোম কাস্টম ট্যাবগুলো ওয়েবভিউয়ের চেয়েও বেশি কার্যকর।