English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:১৩

নেটফ্লিক্সের একাউন্ট শেয়ারিং বন্ধ হচ্ছে

অনলাইন ডেস্ক
নেটফ্লিক্সের একাউন্ট শেয়ারিং বন্ধ হচ্ছে

গত সপ্তাহে আমেরিকার মিলিয়ন মিলিয়ন বাড়িতে একটি খবর বেশ উত্তেজনার সৃষ্টি করে। পৃথিবীর সবচেয়ে বড় টিভি স্ট্রিমিং কোম্পানি নেটফ্লিক্স তাদের পাসওয়ার্ড শেয়ারিং প্রোগ্রাম বাতিল করে দিচ্ছে। নেটফ্লিক্স এই খবরটি তাদের ওয়েবসাইটের হোমপেজে দেয়ার সাথে সাথে প্রতিবাদের ঝড় ওঠায় তা ঐদিনই তুলে নেয়। খবরটি বৃহস্পতিবার দিয়েছে ওয়াশিংটন পোস্ট।

উল্লেখ্য নেটফ্লিক্স যখন তাদের স্ট্রিমিং প্রজেক্ট শুরু করে তখন একটি সাবস্ক্রিপশনের জন্য একাধিক বাড়িতে তাদের মুভিসহ অন্যান্য ডকুমেন্টারি দেখার সুযোগ করে দিয়েছিল পাসওয়ার্ড শেয়ারিংএর মাধ্যমে। ফলে একটি সাবস্ক্রিপশন করে চারজনের সাথে শেয়ার করা যেত। অপর তিনজন অন্য স্টেটে বা সিটিতে থাকলেও সমস্যা হয়নি।

বর্তমানে নেটফ্লিক্স অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছে। ফলে এই পাসওয়ার্ড শেয়ারিং প্রোগ্রাম নিয়ে চিন্তা শুরু করেছে। তারা কাস্টমারকে অফার দেবে, একটির বেশি টিভিতে নেটফ্লিক্স একাউন্ট রাখা যাবে না। যদি পাসওয়ার্ড শেয়ার করা হয় তাহলে তার জন্য অতিরিক্ত অর্থ চার্জ করা হবে অন্য তিনটি একাউন্টের জন্য। তবে নেটফ্লিক্স জানিয়েছে, সহসাই এই নিয়ম পরিবর্তন না হলেও অচিরেই তা হতে পারে যুক্তরাষ্ট্রে। আপাতত এই একাউন্ট শেয়ারিং পলিসিতে পরিবর্তন এসেছে চিলি, কোস্টারিকা ও পেরুসহ অন্যান্য দেশে। যদিও গত বছরের শেষে নেটফ্লিক্স জানিয়েছিল ২০২৩এর প্রথম কোয়ার্টারে একাউন্ট-শেয়ারিং পলিসিতে পরিবর্তন আসবে আমেরিকাসহ সর্বত্র। নেটফ্লিক্সের চিফ অপারেটিং অফিসার ও চিফ প্রোডাক্ট অফিসার গ্রেগরি পিটার্স গত ১৯ জানুয়ারি জানান, আমরা আমাদের সম্মানিত কাস্টমারদের সুষ্ঠু ও সুন্দর সার্ভিস দিতে আরো নিবিষ্টভাবে চিন্তা করছি। আমরা চাই আমাদের কাস্টমাররা এ প্রসঙ্গে তাদের মতামত যেন আমাদের সাথে শেয়ার করেন।

তবে ডিজিটাল মিডিয়ার ভার্চুয়াল সংবাদ মাধ্যম WIRED জানাচ্ছে, বেশ কিছুদিন ধরেই নেটফ্লিক্সের নীতি নির্ধারকরা এই বিষয়টি নিয়ে চিন্তা করছেন, কিন্তু বাস্তবায়ন করতে দ্বিধা করছেন। তাদের সাথে আলোচনা পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে যুক্তরাষ্ট্রের এই একাউন্ট শেয়ারিং কর্মসূচীতে পরিবর্তন আসবে। অর্থাৎ যতগুলো টিভিতে নেটফ্লিক্সের একটি একাউন্ট শেয়ার করা হবে, তার জন্য পৃথক অর্থ পে করতে হবে।

উল্লেখ্য গত বছর নেটফ্লিক্সের রেভিনিউ ৩১.৬ বিলিয়ন ডলার ছিল। আর গত বছর কেবল আমেরিকা ও ক্যানাডায় সাবস্ক্রাইবার ছিল ৭৪.২ মিলিয়ন হাউজহোল্ড (৭ কোটি ৪২ লক্ষ)। প্রিমিয়াম প্লানে একটি একাউন্ট চারটি পরিবার শেয়ার করতে পারে।

স্ট্রিমিং বিশেষজ্ঞরা বলছেন, একাউন্ট শেয়ারিং প্রোগ্রাম বন্ধ সাউথ আমেরিকা থেকে শুরু হলেও, তা শিগগিরই উত্তর আমেরিকাতেও হবে।