English Version
আপডেট : ২৪ মার্চ, ২০২২ ১৭:৫২

দেশে ফাইভজি’র নিলাম ৩১ মার্চ

অনলাইন ডেস্ক
দেশে ফাইভজি’র নিলাম ৩১ মার্চ

দেশে ফাইভজি’র তরঙ্গ নিলাম আগামী ৩১ মার্চ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ নিলামের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানিয়েছেন, এতে চারটি মোবাইল কোম্পানি অংশ নেবে। 

সুব্রত রায় মৈত্র বলেন, বিধি অনুযায়ী অতি উচ্চগতির ইন্টারনেট সেবা বা ফাইভজি চালুর লক্ষ্যে এ নিলামের ব্যবস্থা করেছি। নিলামে অংশ নিতে অপারেটরগুলো ইতো মধ্যে টাকা জমা দিয়েছে। রাজধানীর একটি হোটেল এ নিলামের আয়োজন করা হয়েছে। সেখানে শুধু ফাইভজি নয়, ফোরজি সেবার মান বাড়াতেও কোনো কোনো অপারেটর বাড়তি তরঙ্গ কেনার চিন্তা করছে।

এর আগে গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ফাইভজি’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে তিনি এ প্রযুক্তির উদ্বোধন করেন।

ফাইভজি উদ্বোধন করায় অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিগগির বাণিজ্যিকভাবে দেশে ফাইভজি চালু করা হবে। এর মাধ্যমে দেশ ফাইভ-জির যুগে প্রবেশ করে।

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের হাত ধরে বাংলাদেশে আনা হয় ফাইভজি। ফাইভজি প্রযুক্তি চালু করতে টেলিটককে সহায়তা করছে হুয়াওয়ে ও নকিয়া।