English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭ ১৫:৫৬

নিজে নিজেই জুড়ে যাবে স্মার্টফোনের ভাঙা কাচ!

অনলাইন ডেস্ক
নিজে নিজেই জুড়ে যাবে স্মার্টফোনের ভাঙা কাচ!

শখ করে নতুন স্মার্টফোন কিনেছেন। আচমকাই হাত ফসকে মেঝেতে। ফেটে ফর্দাফাই নতুন ফোনের স্ক্রিন! এমন দিন কি এবার অতীত হতে চলেছে! স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য মস্ত সুখবর, আবিষ্কৃত হয়েছে এমন এক কাচ যা ভাঙলে আবার জোড়া লেগে যায় নিজে থেকে! শুনতে যতই অবিশ্বাস্য মনে হোক, টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে এমনই দুরন্ত কাণ্ড ঘটিয়েছেন একদল গবেষক।

স্ট্যান্ডার্ড.কো.ইউকে-তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে এই গবেষণার কথা। ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকুজো আইদার অধীনে একদল গবেষক তৈরি করছিলেন এক ধরনের আঠা। তখনই অকস্মাৎ সেখানে তৈরি হয়ে যায় ওই বিশেষ ধরনের কাচ।