English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭ ১৫:৫৫

ইউটিউব থেকে খ্যাতি ও কোটি টাকা আয় যাদের

অনলাইন ডেস্ক
ইউটিউব থেকে খ্যাতি ও কোটি টাকা আয় যাদের

তথ্য-প্রযুক্তির এই যুগে একটু প্রযুক্তি সম্পর্কে জানা শুনা থাকলেই ঘরে বসেই উপার্জন করা সম্ভব। প্রযুক্তির কল্যাণেই অনেকেই এখন অনলাইনে ঘরে বসেই ইনকাম করছেন।

বর্তমান প্রযুক্তি ও সোশাল মিডিয়ার যুগে মানুষের উপার্জনের অনেক পথ খুলে গেছে। এর ফলে অনেকেই এখন একসঙ্গে খ্যাতি ও টাকা ইনকাম করেন ইউটিউবে। বাংলাদেশের উদাহরণ হিসেবে সালমান মুক্তাদিরের কথাই ধরা যাক, সে খ্যাতি ও টাকা দুটোই পেয়েছে ইউটিউব থেকে।

গুগলের এই ইউটিউব ভিডিও চ্যানেলে খ্যাতি ও টাকা দুটোই মেলে যদি আপনি নিজেকে সেভাবে তুলে ধরতে পারেন। ইউটিউব অনেককেই তারকাখ্যাতি দিয়েছে এবং তাদের রীতিমতো ধনী বানিয়ে দিয়েছে।

সম্প্রতি এখানে বিজনেস ইনসাইডার ইউটিউবের সর্বোচ্চ উপার্জনকারীদের তালিকা করেছে। খবর দুবাই পোস্টের। ডিউড পারফেক্ট:  বছরে ১৪ মিলিয়ন ডলার উপার্জন করে। তারা একদল কমেডিয়ান। নানা কৌশল প্রদর্শন করেন। মার্ক ফিচব্যাচ (মার্কিপ্লায়ের): সে বছরে ১২.৫ মিলিয়ন ডলার উপার্জন করে। তিনি কৌতুকপূর্ণ কথাবার্তা বলেন এবং ভিডিও গেমস নিয়ে কথা বলেন। ফেলিক্স কিয়েলবেরা (পিউডাইপাই):  সে বছরে ১২ মিলিয়ন ডলার উপার্জন করে। তিনিও ভিডিও গেম খেলেন এবং কমেন্ট করেন। জেক পল: সে বছরে ১১.৫ মিলিয়ন ডলার উপার্জন করে। তিনি একজন কৌতুক অভিনেতা এবং গায়ক। রাইয়ান টয়েস রিভিউ:  এই নামের ইউটিউব ভিডিও চ্যানেল অ্যাকাউন্ট বছরে ১১ মিলিয়ন ডলার ইনকাম করে। একে নিয়ে প্রতিবেদনও ছাপানো হয়েছে। ৬ বছরের বাচ্চা একটা ছেলে। সে যেসব গেমস এবং খেলনা কেনে, তা নিয়ে রিভিও করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে। বর্তমান বিশ্বে এই মুহূর্তে এরাই হচ্ছে খ্যাতিমান ইউটিউব তারকা। সোশাল মিডিয়া প্লাটফর্ম তাদের ধনী এবং খ্যাতি দুটোই দিয়েছে। আপনিও তাদের মতোই হতে পারেন আপনি নিজেকে সেভাবে তুলে ধরতে পারেন।