English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭ ১৫:১৪

গুগলের নতুন চমক!

অনলাইন ডেস্ক
গুগলের নতুন চমক!

প্রযুক্তির যুগে রোজ নতুন নতুন টেকনোলজি বাজারে আসছে। সময়ের সঙ্গে তাল মেলাতে সব সংস্থায় চাই নিজেদের আপডেট রাখতে।

সেক্ষেত্রে গুগলও কেন বা পিছিয়ে থাকবে। ‘ফাইলস গো’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে মার্কিন সার্চ সংস্থা গুগল। এ অ্যাপসটির মাধ্যমে খুব সহজে ও দ্রুততম সময়ে ফাইল খুঁজে বের করা, ডিলিট করা বা মুছে ফেলা এবং তা অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে। বিশ্বব্যাপী গুগল প্লে স্টোরে ‘ফাইলস গো’ অ্যাপটি পাওয়া যাবে। তবে অ্যাপটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ললিপপ বা এর পরের অপারেটিং সিস্টেম ভার্সন চালিত মোবাইল ফোন থাকতে হবে। অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনেও ‘ফাইলস গো’ অ্যাপ ব্যবহার করা যাবে। এ ছাড়া নোকিয়া মোবাইল, প্যানাসনিক, মাইক্রোম্যাক্স, লাভা, ইনটেক্স, কার্বন ও জোলোর মতো কম্পানিগুলো আগামীতে নতুন মডেলের যেসব স্মার্টফোন বাজারে ছাড়বে, সেগুলোয় ‘ফাইলস গো’ অ্যাপ বিল্টইন থাকবে। সূত্র: ইন্টারনেট