English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭ ১৪:৪২

এবার আলো দেবে গাছ (ভিডিও)

অনলাইন ডেস্ক
এবার আলো দেবে গাছ (ভিডিও)

বাড়িতে কম আলোর প্রয়োজনীয়তা হোক বা স্ট্রিট লাইট, শোভা বর্ধনের পাশাপাশি চাহিদাও পূরণ করবে এই গাছ৷ কাজ করবে ডেস্ক ল্যাম্পের মতোও৷ অক্সিজেন, খাবারের, আসবাবাপত্রের জন্য কাঠের পাশাপাশি এবার আলোও দেবে গাছ! ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি(এমআইটি)-এর বিজ্ঞানীদের প্রচেষ্টাতেই এই অসম্ভব বিষয়টি এবার বাস্তবায়িত হতে চলেছে৷

বিজ্ঞান সাময়িকী ‘কারেন্ট বায়োলজি’তে এমন একটি গবেষণাপত্র প্রকাশ হয়েছে। যেখানে এমন ল্যামপোস্টের ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকরা সাইবেরিয়ার ‘ইনস্টিটিউট অফ বায়োফিজিক্স’-এর কনস্তানন্তিন পুর্তোভ ও মস্কোয় ‘ইনস্টিটিউট অফ বায়ো-অরগ্যানিক কেমিস্ট্রি’র ইলিয়া ইয়ামপোলস্কি দেখিয়েছেন, শুধু জোনাকি, মাশরুম বা কয়েকটি অণুজীবই নয়, রাতে, ঘুটঘুটে অন্ধকারে আলো জ্বালানোর চমকে দেয়া ক্ষমতা রয়েছে কয়েকটি বিশেষ প্রজাতির ছত্রাকেরও। বিজ্ঞানীরা গাছের পাতায় বিশেষ ন্যানোপার্টিকলের সাহায্যে ডিন লাইট যুক্ত করার প্রচেষ্টায় রয়েছেন বলে জানা গেছে৷ বিষয়টি সফল হলে কাজের জায়গাতে এই গাছের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে৷ এমআইটি'র অধ্যাপক মাইকেল স্ট্র্যানো জানিয়েছেন, এনার্জি মেটাবলিজম-এর মাধ্যমে আলো দেবে এই গাছ৷ একটি বই পড়ার জন্য যথেষ্ট আলো দেবে এই গাছ৷ এই গ্লোয়িং প্ল্যান্টটি তৈরি করার জন্য এমআইটি ইঞ্জিনিয়াররা লুসিফেরাস নামে একটি এনজাইমকে ব্যবহার করেছে। ভিডিও লিঙ্ক:  https://www.youtube.com/watch?v=s6dEyNL3ygI&feature=youtu.be