English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৭ ১০:৫৯

নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটস অ্যাপ

অনলাইন ডেস্ক
নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটস অ্যাপ

নিত্য নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটস অ্যাপ। সহজে মেসেজ পাঠানোর জন্য হোয়াটস অ্যাপ পছন্দের শীর্ষে।

তার ওপর এত নতুন নতুন ফিচার্স পেয়ে দারুণ খুশি ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে এবং খুশি করতে আরো দারুণ ফিচার্স নিয়ে আসতে চলেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এবার হোয়াটস অ্যাপ নিয়ে আসছে এমন এক ফিচার যার মাধ্যমে গ্রুপ ব্যবহারকারীরা গ্রুপের মধ্যে থেকেই গ্রুপের কোনো এক সদস্যকে গোপনে মেসেজ পাঠাতে পারবেন। গ্রুপের বাকি সদস্যরা তা দেখতেও পাবেন না। তবে, এই সুবিধা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র হোয়াটস অ্যাপের গ্রুপ অ্যাডমিনরাই। এখানেই হোয়াটস অ্যাপের ফিচার্সের সম্ভার শেষ নয়। এবার ব্লক করে রাখা কোনো ব্যক্তির নামের ওপর একটা ট্যাপ করেই আনব্লক করা যাবে এবং তাঁর সঙ্গে চ্যাটিংও করতে পারবেন। তবে, হোয়াটস অ্যাপের নতুন সমস্ত ফিচার্সই আপাতত শুধুমাত্র আইওএস ব্যবহারকারীরাই পাবেন। অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই সুবিধা ঠিক কবে থেকে শুরু হবে তা এখনো জানা যায়নি। সূত্র: ইন্টারনেট