English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৭ ১৫:৫৭

বিয়ারেই চলবে গাড়ি!

নিজস্ব প্রতিবেদক
বিয়ারেই চলবে গাড়ি!

বেড়েই চলেছে পেট্রোলের দাম। এ বার পেট্রোলের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে বিয়ার! কী ভাবে, আসুন জেনে নেওয়া যাক। বিয়ার থেকে পেট্রোলের বিকল্প জ্বালানি তৈরি করেছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

দীর্ঘ দিন ধরেই এই বিষয়টির উপর গবেষণা চালাচ্ছিলেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। বিয়ারের অ্যালকোহলের ইথানলকে বিউটানলে রূপান্তরিত করে এই বিশেষ জ্বালানি তৈরি করেছেন গবেষকেরা। গবেষকেরা জানাচ্ছেন, এই বিউটানল যে কোনও রকম রাসায়নিক বিক্রিয়ারও গতি বাড়াতে সক্ষম।