English Version
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭ ০৯:২৬

দুর্দান্ত আরও একটি নতুন ফিচার নিয়ে আসছে হোয়াট‌স অ্যাপ

অনলাইন ডেস্ক
দুর্দান্ত আরও একটি নতুন ফিচার নিয়ে আসছে হোয়াট‌স অ্যাপ

কিছুদিন আগেই ‘ডিলেট ফর এভরিওয়ান’ ফিচারটি এনেছিল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপ। এবার গ্রাহকদের সুবিধা ও চাহিদার কথা মাথায় রেখে আরও একটি নতুন ফিচার আনতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপটি।

হোয়াট‌স অ্যাপের নতুন এই ফিচারে ভয়েস কল করতে করতে সহজেই চলে যাওয়া যাবে ভিডিও কলে। আগে এই সুবিধা দিত না হোয়াটস অ্যাপ। ভয়েস কল চলাকালীন কেউ ভিডিও কল করতে চাইলে তাকে ভয়েস কলটি প্রথমে ডিসকানেক্ট করতে হত। তারপর ফের নতুন করে ভিডিও কল করতে হত।

কিন্তু এখন ভয়েস কল চলাকালীন সহজেই সেই কলকে ভিডিও কলে পরিবর্তন করা যাবে। নতুন এই ফিচারটি নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে হোয়াটস অ্যাপ। তবে নতুন এই ফিচারটি পাওয়া যাবে হোয়াটস অ্যাপের বিটা ভার্সনে। শুধু তাই নয়, এই ফিচার কার্যকরী করতে হলে প্রয়োজন হবে অ্যান্ড্রয়েড ২.১৭.১৬৩ ভার্সনটির।  

পাশাপাশি গ্রুপ ভিডিও কল, মিউট ভিডিও কল, ভিডিও কল রিজেক্ট অপশনও খুব শীঘ্রই আনতে চলেছে হোয়াটস অ্যাপ।