English Version
আপডেট : ৬ নভেম্বর, ২০১৭ ০৯:০৭

বাজারে আসছে এইচটিসির ডুয়াল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অনলাইন ডেস্ক
বাজারে আসছে এইচটিসির ডুয়াল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন

এইচটিসি ইউ১১ প্লাস এবং ইউ১১ লাইফ নামে দুটি স্মার্টফোন জনসমক্ষে উন্মোচন করেছে। জেনে অবাক হবেন যে, দুটি ফোনেই একটিমাত্র রিয়ার ক্যামেরা যুক্ত করা হয়েছে। অথচ এইচটিসিই বিশ্বের প্রথম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে ডুয়াল ক্যামেরার হ্যান্ডসেট বের করেছিল। আগামী বছর প্রতিষ্ঠানটি ডুয়াল রিয়ার ক্যামেরার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে ছাড়বে।

এইচটিসি ইউ১১ প্লাস উন্মোচন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট চিয়ালিন চ্যাং এক ঘোষণায় জানিয়েছেন যে এইচটিসি আগামী বছর ডুয়াল রিয়ার ক্যামেরার স্মার্টফোন বাজারে ছাড়বে। ওই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী বছর আমরা আবশ্যিকভাবে ডুয়াল রিয়ার ক্যামেরার স্মার্টফোনে বাজারে ছাড়ব।’

এইচটিসি আগামী বছর পাঁচ থেকে ছয়টি স্মার্টফোনে বাজারে ছাড়বে। তবে স্মার্টফোনগুলো তেমন কোন তথ্য প্রকাশ করেননি তিনি। এইচটিসি ইউ১১ প্লাস এবং ইউ১১ লাইফ নামে দুটি স্মার্টফোন উন্মুক্ত করেছে। এইচটিসি ইউ১১ প্লাস প্রতিষ্ঠানটির প্রথম স্মার্টফোন যেখানে এজ-টু-এজ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর ইউ১১ লাইফ স্মার্টফোন অ্যান্ড্রয়েড ওয়ান প্রকল্পের স্মার্টফোন। উভয় ফোনেই এজ সেন্স সমর্থন আছে। এর আগে এইচটিসি ইউ১১ স্মার্টফোনে এই প্রযুক্তি যুক্ত করা হয়েছিল। এইচটিসি ইউ১১ প্লাসের দাম রাখা হয়েছে ৭৯৯ ইউরো। আর এইচটিসি ইউ১১ লাইফের দাম রাখা হয়েছে ৩৪৯ মার্কিন ডলার।