English Version
আপডেট : ৪ অক্টোবর, ২০১৭ ১৭:১০

দেশে মোবাইল গ্রাহক ১৪ কোটি, ইন্টারনেট ৮ কোটি

অনলাইন ডেস্ক
দেশে মোবাইল গ্রাহক ১৪ কোটি, ইন্টারনেট ৮ কোটি

বাংলাদেশে বর্তমানে মোবাইল সিম গ্রাহক ১৩ কোটি ৯৩ লাখ এবং ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ৭১ লাখ ৪২ হাজারে পৌঁছে গেছে। এক মাসের ব্যবধানে নতুন মোবাইল সিম গ্রাহক বেড়েছে ১৯ লাখ ১ হাজার এবং নতুন ইন্টারনেট গ্রাহক বেড়েছে ২১ লাখ ১৮ হাজার। 

বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ আগস্ট মাসের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। বিটিআরসি সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, চলতি অক্টোবর পর্যন্ত হিসেবে মোবাইল গ্রাহক ১৪ কোটি এবং ইন্টারনেট গ্রাহক ৮ কোটি পেরিয়ে গেছে। 

বিটিআরসির সর্বশেষ আগস্ট মাসের হিসেবে ১৩ কোটি ৯৩ লাখ ২০০ মোবাইল গ্রাহকদের মধ্যে গ্রামীণফোনের ৬ কোটি ৩১ লাখ ২৭ হাজার, রবি ও এয়ারটেলের ৪ কোটি ৬ লাখ ৬৯ হাজার, বাংলালিংকের ৩ কোটি ২২ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৩২ লাখ ৩৪ হাজার গ্রাহক। পরিসংখ্যানে দেখা যাচ্ছে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সব অপারেটরের মোবাইল সিম গ্রাহক বৃদ্ধি পেয়েছে। 

এদিকে মোবাইল সিম গ্রাহকের পাশাপাশি ইন্টারনেট গ্রাহকও পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে। এক মাসের ব্যবধানে মোবাইল সিম গ্রাহকের চেয়ে ইন্টারনেট গ্রাহক বেশি বেড়েছে। কমিশনের হিসেবে আগস্টে মোট ইন্টারনেট গ্রাহক হয়েছে ৭ কোটি ৭১ লাখ ৪২ হাজার। এর মধ্যে মোবাইল অপারেটরদের ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ১৮ লাখ ৮৩ হাজার, আইএসপি ও পিএসটিএন অপারেটরদের ৫১ লাখ ৭০ হাজার এবং ওয়াইম্যাক্স অপারেটরদের গ্রাহক ৮৯ হাজার। এর আগে জুলাই মাসে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ৭ কোটি ৫০ লাখ ২৪ হাজার। 

উল্লেখ্য,  অপারেটরগুলোর দেওয়া সিম বিক্রির তথ্য থেকে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা নির্ধারণ করা হয়। ৯০ দিনের মধ্যে একজন ব্যক্তি একবার নেট ব্যবহার করলেই তিনি ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে চিহ্নিত হবেন। দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধের পর লম্বা সময় ধরে গ্রাহক হারাচ্ছিল অপারেটররা। তবে সাম্প্রতিক মাসগুলোতে মোবাইল ও ইন্টারনেট গ্রাহক রকেট গতিতে বাড়ছে।