English Version
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:৫৩

ফেসবুক এবং টুইটারের পর এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারেও চীনে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
ফেসবুক এবং টুইটারের পর এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারেও চীনে নিষেধাজ্ঞা

চীনে বন্ধ করা হয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শনিবার থেকে চীনের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান হোয়াটঅ্যাপ বন্ধ করতে শুরু করেছে। হোয়াটসঅ্যাপ বন্ধের চলমান অংশ হিসেবে মঙ্গলবার থেকে হোয়াটস অ্যাপ বন্ধ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি হোয়াটস অ্যাপের চীনের ব্যবহারকারীরা জানান, মেসেজিং অপশনটি আর কাজ করছে না। গত কয়েক মাস ধরে হোয়াইটঅ্যাপের স্বাভাবিক কার্যক্রমে ব্যঘাত ঘটছে।

তবে ক্যালিফোর্নিয়া প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুক চীনে হোয়াটস অ্যাপ বন্ধ করা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। কয়েক বছর আগে হোয়াটসঅ্যাপের মালিকানা কিনে নেয় ফেসবুক। যদিও চীনে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। তাপরও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং নিরাপত্তার স্বার্থে এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে মঙ্গলবার এতথ্য জানানো হয়। এর আগেও চীনে বিভিন্ন শহরে এধরনের সমস্যা দেখা দেয়, তবে হোয়াটসঅ্যাপটি খুলে দেওয়া হয়।