English Version
আপডেট : ২৯ জুলাই, ২০১৭ ১৮:১২

তরুণদের জন্য গুরুত্বপূর্ণ অ্যাপ...

তরুণদের জন্য গুরুত্বপূর্ণ অ্যাপ...

 

 

 

জীবন গোছানো হলে গুরুত্বপূর্ণ আরো অনেক বিষয়ের ওপর নজর দেয়া যায়। স্বতন্ত্র কিছু অ্যাপ প্রিয় হ্যান্ডসেটে যুক্ত করে গুছিয়ে নেয়া সম্ভব দৈনন্দিন জীবনের অনেক কাজ, ভুলে যাওয়ার বাতিক যাদের, তাদের জন্য উপকার হবে তো বটেই, সঙ্গে লক্ষ্য পূরণেও সহায়ক এসব অ্যাপ—

 

হ্যাবিট লিস্ট

 

জীবনে ভালো কিছু করার জন্য পরিত্যাগ করা উচিত দৈনন্দিন কিছু খারাপ অভ্যাস, পাশাপাশি নতুন কিছু অভ্যাস তৈরি করাও জরুরি। এই অ্যাপ আপনার ভালো অভ্যাস তৈরির অগ্রগতির ওপর নজরদারি করবে ও রিমাইন্ডার দেবে, যাতে আপনি গতিপথেই থাকতে পারেন।

 

ব্রাইটনেস্ট

 

বাড়ির আরো সঞ্চয় বাড়াতে চান? ঘরকে সবুজ, পরিষ্কার ও সুন্দর করতে চান? এই অ্যাপকে সঙ্গী করে নিন। এটি আপনার উদ্দেশ্যকে পূরণ করতে প্রয়োজনীয় টিপস দেবে, সময়সূচি অনুযায়ী কাজ সম্পন্ন করতে সহায়তা করবে ও রিমাইন্ডার দেবে।

 

হেডস্পেস

 

মনোযোগ, ইতিবাচকতা এমনকি ঘুমের মান বৃদ্ধি হবে মাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। হেডস্পেস দিনে মাত্র ১০ মিনিটের মধ্যে মেডিটেশন অনুশীলন করতে শেখাবে এবং কতটুকু অগ্রগতি হলো, তা নির্দেশ করবে।

 

সেভেন মিনিট ওয়ার্কআউট

 

জিমে যাবেন যাবেন করে আর হচ্ছেই না যাওয়া তবে হাতে নিশ্চয় ৭ মিনিট সময় আছে! এই অ্যাপ্লিকেশনে রয়েছে ১২টি হাই-ইনটেনসিটি ব্যায়াম। প্রতিটির জন্য বরাদ্দ ৩০ সেকেন্ড এবং প্রত্যেক ব্যায়ামের মধ্যে ১০ সেকেন্ড বিরতি রয়েছে।

 

সূত্র: সাকসেস ম্যাগাজিন