English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৫২

ঢাবিতে চলছে তথ্যপ্রযুক্তির চাকরি মেলা

অনলাইন ডেস্ক
ঢাবিতে চলছে তথ্যপ্রযুক্তির চাকরি মেলা

দেশের তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তি সংশ্লিষ্ট খাতে চাকরি দাতা প্রতিষ্ঠান এবং আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে যোগসূত্র তৈরির লক্ষ্যে দিনব্যাপী একটি চাকরি মেলা শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনস্ট্রেশন (আইবিএ) অডিটোরিয়ামে শনিবার সকাল থেকে শুরু হয়েছে এই চাকরি মেলা।

চাকরি মেলায় দেশের প্রথম সারির অর্ধশতাধিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরির জন্য আগ্রহীরা আবেদন করতে পারবেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এলআইসিটি প্রকল্প, আর্নস্ট অ্যান্ড ইয়াং, আইবিএ এবং বিক্রয় ডটকমের সহযোগিতায় যৌথভাবে আয়োজনটি করেছে  করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ।

আর্নস্ট অ্যান্ড ইয়াং, পৃথিবীর অন্যতম বড় একটি পেশাদারী সেবা সংস্থা যেটি বিসিসির সঙ্গে যৌথভাবে বিভিন্ন এলআইসিটি প্রকল্পে কাজ করে থাকে।

অন্যদিকে আইটি-আইটিইএসের এই প্রকল্পে এখন পর্যন্ত ৩০ হাজার স্নাতকোত্তর পাচ্ছেন উচ্চমানের প্রশিক্ষণ।

চাকরি মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা আগ্রহী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি খাতে চাকরির বিষয়ে বিস্তারিত কথা বলেন। এই খাতের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তারা।

প্রথমে জীবনবৃতান্ত সংগ্রহ করা এবং পরে সাক্ষাৎকারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের লোকবল খুঁজে নেবে।

তবে এই চাকরি মেলায় কতজন চাকরি পাচ্ছে তা জানা যাবে দিন শেষে।