English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৭ ১৭:৪৯

পেনড্রাইভ ফরম্যাট না হলে যা করবেন

নিজস্ব প্রতিবেদক
পেনড্রাইভ ফরম্যাট না হলে যা করবেন

প্রযুক্তি ডেস্ক:  ভাইরাস বা অন্য কোনো কারণে পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট হতে চায় না। এ জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে ফরম্যাট করার চেষ্টা করেন। তবে কোনো সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট করা সম্ভব। এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কমান্ড প্রম্পট ব্যবহার করা যায়।

###  প্রথমে পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি কম্পিউটারে যুক্ত করুন। এরপর কমান্ড প্রম্পট চালু করতে স্টার্ট মেনুতে cmd লিখে এন্টার করুন। ### কমান্ড প্রম্পট চালু হলে diskpart লিখে এন্টার করতে হবে। ###  এরপর টাইপ করুন list disk কমান্ড। ### আপনার ইউএসবি ডিস্কের নম্বর দিতে হবে। ডিস্ক নম্বর দিয়ে এন্টার চাপুন। ### এরপর clean লিখে এন্টার করুন। ###  create partition primary লিখে এন্টার দিতে হবে।

এখন My computer-এ ঢুকে পেনড্রাইভের যে ড্রাইভ লেটারটি দেখাবে তা ফরম্যাট করলে পেনড্রাইভের পুরো জায়গা দেখাবে।