English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৭ ১৪:৫২

আইফোন-৭ আকৃতির রিভলভার, ইউরোপজুড়ে ত্রাস!

নিজস্ব প্রতিবেদক
আইফোন-৭ আকৃতির রিভলভার, ইউরোপজুড়ে ত্রাস!
আইফোন-৭ আকৃতির রিভলভার

প্রাণঘাতী একটা ভয়ংকর আগ্নেয়াস্ত্র দেখতে একেবারে আইফোন! এর বোতাম টিপেই সন্ত্রাসীরা ঘটিয়ে দিতে পারে বড়সড় নাশকতা। নাইন এমএম ডবল ব্যারেল রিভলভারের মতো নাগাড়ে বুলেট ঝরাতে পারে এই আইফোন-রিভলভার। 

আইফোনের আদলে তৈরি এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে এখন তোলপাড় গোটা ইউরোপ। ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্রটি সম্পর্কে সতর্কবার্তাও ছড়িয়ে দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। নজরদারি বাড়ানো হয়েছে ইউরোপ মহাদেশের প্রতিটি সীমান্ত এলাকায়।  বেলজিয়াম পুলিশ জানিয়েছে, নতুন এই আইফোন-রিভলভারের দামও খুব একটা বেশি নয়। আইফোনের দামের অর্ধেক। অর্থাৎ ৩৩০ পাউন্ডের কাছাকাছি।

মিনেসোটার আইডিয়াল কনসিল নামের একটি সংস্থা এই আইফোন-রিভলবারটি তৈরি করেছে। তাদের ফেসবুক পেজ’-এর তথ্য উদ্ধৃত করে ইউরোপের বেশ কয়েকটি খবরের কাগজ জানিয়েছে, খুব শিগগিরই আগ্নেয়াস্ত্রটি আমেরিকার বাজারে পাওয়া যাবে। 

সংস্থার পক্ষ থেকে আরো বলা হয়েছে, অত্যাধুনিক যুগের সঙ্গে সাযুজ্য রেখেই আইফোন-রিভলভারটি তৈরি করা হয়েছে। বাজার চলতি আইফোনের সঙ্গে মূলগত কোনও পার্থক্য নেই। আইফোন-রিভলভারটি লক করা থাকলে এড়ানো সম্ভব চূড়ান্ত নিরাপত্তার নজরদারি। এই বিশেষ গুণই মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউরোপ পুলিশের কাছে। 

ইতিমধ্যেই বেলজিয়াম পুলিশের তরফে আইফোন-রিভলভারের একটা আকৃতি প্রকাশ করে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। যদিও রিভলভারটি এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি। 

মনে করা হচ্ছে, ইউরোপের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন কিংবা অন্ধকার জগতের লোকেরা রিভলবারটি আমদানি করতে পারে। সেই কারণে রিভলভারটির সম্পর্কে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। আইফোন-রিভলভারটি একটি মারাত্মক আগ্নেয়াস্ত্র। বাজার চলতি আইফোন-৭’র সঙ্গে হুবহু মিল রয়েছে। এগুলো মধ্যে পার্থক্য করা খুব কঠিন।