English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ০২:০৫

মোবাইলের বাজারে নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক
মোবাইলের বাজারে নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন

নিউজ ডেস্ক : রোববার বাজারে এলো বহুল প্রতীক্ষিত নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন। ফিনিশ সংস্থা এইচএমডি গ্লোবাল স্মার্টফোনটি তৈরি করেছে। ২০১৪-র পর এই প্রথম নোকিয়া তাদের ব্র্যান্ড নেম ও লোগোসহ কোনো স্মার্টফোন বাজারে নিয়ে আসলো।তবে দাম রাখা হয়েছে মধ্যবিত্তের নাগালেই।

এক নজরে নোকিয়া ৬ একটি মেটাল স্মার্টফোন।   মিড রেঞ্জ স্মার্টফোন।  ৫.৫ ইঞ্চির ডিসপ্লে-কে সুরক্ষিত রাখতে রয়েছে গরিলা গ্লাস।  ডিসপ্লে ১০৮০ পিক্সেলের।  কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে ৪ জিবি র‍্যাম। ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।  মাইক্রো এসডি কার্ডের সাহায্যে মেমোরি এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি পর্যন্ত। ডুয়াল অ্যামপ্লিফায়ার যা ডলবি অ্যাটমোস সাউন্ড টেকনোলজি সাপোর্টেড। রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের,  ফ্রন্ট ৮ এমপি-র।  ৩০০০ এমএএইচ ব্যাটারি। ফোর-জি এলটিই সাপোর্টেড। 

আগামী ১০ বছর এই এইচএমডি গ্লোবাল সংস্থাই নোকিয়ার যাবতীয় স্মার্টফোন তৈরি করবে। নতুন ফোনটির দাম ভারতীয় মুদ্রায় ১৬,৭৩৯ রুপি। তবে চিনে ১৯৯৯ ইউয়ানে বিক্রি শুরু হলেও বাকি দেশগুলিতে কবে থেকে মিলবে এই হ্যান্ডসেট, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি সংস্থার তরফে।

নোকিয়ার নতুন হ্যান্ডসেট, ‘নোকিয়া ৬’ গুগলেরই প্ল্যাটফর্ম ব্যবহার করবে। আপাতত শুধুমাত্র চিনে হ্যান্ডসেটটি মিলবে। অনলাইনে JD.com থেকে কেনা যাবে এই হ্যান্ডসেট, জানিয়েছে এইচএমডি গ্লোবাল। 

সংস্থার এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনের বাজারে ফোনটি লঞ্চ করার অন্যতম কারণ সেখানকার বিশাল চাহিদা। হাই এন্ড স্মার্টফোন ব্যবহারের আদর্শ বাজারের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ ফোনটির বিক্রি শুরু হবে দ্রুতই।