English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৭ ১৩:০৭

খুব শিগগিরই বাজারে আসছে যে সব মোবাইল

অনলাইন ডেস্ক
খুব শিগগিরই বাজারে আসছে যে সব মোবাইল

প্রযুক্তি পাগলরা প্রতিদিন খুঁজে বেড়ান নিত্যনতুন প্রযুক্তির। মানুষের হাতের কাছের সবচেয়ে সহজে পাওয়া প্রযুক্তির নাম মোবাইল ফোন। বিশ্বে বহু মোবাইল কোম্পানি রয়েছে।তবে সম্প্রতিক সময় বাজরে আসছে এমন কিছু মোবাইল যেগুলো বিগত বছরের মোবাইলগুলোর তুলনায় প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে। দেখুন তার কয়েকটি।

### নোকিয়া ডি১সি: ৫ অথবা ৫.৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে এই ফোনে। সঙ্গে পাবেন ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।

১৬ এমপি ব্যাক ক্যামেরা ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। পাবেন অক্টা-কোর, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর। 

### শাওমি নোট ৪: ৫.৫ ডিসপ্লে-র সঙ্গে পাবেন ১৩ এমপি ব্যাক ক্যামেরা, ২ জিবি র‌্যাম, ৪১০০ এমএএইচ ব্যাটারি এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। শাওমি নোট ৪ প্রাইম মডেলটিতে পাবেন ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র‌্যাম।

### নোকিয়া সি১: ২৮০০ এমএএইচ ব্যাটারি, ৩২ জিবি স্টোরেজ, ১৩ এমপি ক্যামেরা, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে এবং ২ জিবি র‌্যাম পাবেন নোকিয়ার এই মডেলটিতে।

### মোটোরোলা মোটো জি৫ প্লাস: ৪ জিবি র‌্যাম পাবেন এই ফোনটিতে। সঙ্গে থাকবে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ১৬ এমপি ব্যাক ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা এবং ৩৫০০ এমএএইচ ব্যাটারি। ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি।

### স্যামসুং গ্যালাক্সি এ৩: ১৬ ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পাবেন ২ জিবি র‌্যাম, ১৩ এমপি ব্যাক ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা। থাকবে ২৩৫০ এমএএইচ ব্যাটারি, ৪.৭০ ইঞ্চি ডিসপ্লে।

### স্যামসুং গ্যালাক্সি এ৫: এই মডেলে পাবেন ৫.২০ ইঞ্চি ডিসপ্লে, ৩ জিবি র‌্যাম, ১৬ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি।

### স্যামসুং গ্যালাক্সি এ৭: ৩৬০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে পাবেন ৫.৭০ ইঞ্চি ডিসপ্লে, ১৬ এমপি ব্যাক ও ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা। এই মডেলে রয়েছে ৩২ জিবি ইন্টারন্যাল মেমরি এবং ৩ জিবি র‌্যাম।

### এইচটিসি ডিজায়ার ১০প্রো: ৪ জিবি র‌্যামের সঙ্গে পাবেন ৫.৫ ডিসপ্লে, ২০ এমপি ব্যাক ও ১৩ এমপি ফ্রন্ট ক্যামেরা। ৩০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে পাবেন ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজও।