English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:৪১

রঙিন জার্সিতে নেতৃত্ব দেয়ার অপেক্ষায় মাহমুদউল্লাহ

অনলাইন ডেস্ক
রঙিন জার্সিতে নেতৃত্ব দেয়ার অপেক্ষায় মাহমুদউল্লাহ

হাথুরুর লঙ্কা বধের মিশনে নামবে তারুণ্য নির্ভর টিম-টাইগাররা। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করে অনেকেই এরই মাঝে ডাক পেয়েছে জাতীয় দলে। তাই জাতীয় দলে ডাগ আউটে এবার দেখা মিলবে আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, আবু জায়েদ রাহী, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু এবং মেহেদী হাসানের মতো নবীনদের।

এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দায়িত্ব পেয়ে জাতীয় দলের অধিনায়কত্বের যাত্রা শুরু মাহমুদউল্লাহর। দলকে দারুণ নেতৃত্ব দিয়ে দেশকে দিয়েছিলেন ড্রয়ের স্বাদ। কিন্তু ঢাকা টেস্টে না পারায় কিছুটা ব্যাকফুটে আছেন।

তবুও তার ওপরে আস্থা বিসিবির। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার কাঁধেই বাংলাদেশ দলের দায়িত্ব। বাংলাদেশকে রঙিন জার্সিতে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় মাহমুদউল্লাহ।

এ বিষয়ে মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, নিজের সামর্থ্যের সবকুটু উজার করে দলকে দিতে চান সর্বোচ্চ সাফল্য তিনি এমনটাই জানান। দায়িত্ব এসেছে, চেষ্টা করব দায়িত্বটা ভালোভাবে পালন করার। টি-টোয়েন্টি সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট। আপনি যদি স্কিলগুলো কাজে লাগাতে পারেন, সেটা পর্যাপ্ত। আমি নিজের দায়িত্বটা পালন করার চেষ্টা করব।

মাহমুদউল্লাহ বলেন, যদিও আমরা টেস্ট ও ওয়ানডেতে আশানুরূপ পারফরম্যান্স করতে পারিনি। ফলে ত্রিদেশীয় ও টেস্ট সিরিজে বাংলাদেশ প্রত্যাশিত সাফল্য পায়নি। তবুও মাহমুদউল্লাহ টি-টোয়েন্টিতে নিজেদের এগিয়ে রাখলেন। তিনি বিশ্বাস করেন, ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো ক্রিকেট খেলেই ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ।

আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ বড় স্বপ্ন দেখিয়েছেন। টেস্টে তার যাত্রা শুরু হয়েছিল দারুণভাবেই। এবার টি-টোয়েন্টির পালা। বলটা বাংলাদেশের কোর্টে। শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের স্বাদ দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।

টি-টুয়েন্টিতে বাংলাদেশের সাম্ভাব্য একাদশঃ সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, সাইফুদ্দিন, আবু জায়েদ রাহী, রুবেল হোসেন, নাজমুল হাসান অপু।