English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৮ ১৪:০৬

জয়সুরিয়াকে ছাড়িয়ে গেলেন তামিম

অনলাইন ডেস্ক
জয়সুরিয়াকে ছাড়িয়ে গেলেন তামিম

ত্রিদেশীয় সিরিজের বুধবারের (২৩ জানুয়ারি) ম্যাচটি একদলের জন্য বাঁচা-মরার, অন্যদলের জন্য ইতিহাস গড়ার। সিরিজে ফাইনাল নিশ্চিতে আজকের ম্যাচটিতে স্বাগতিকদের বিপক্ষে যে কোনো মূল্যে জয় চাই সফরকারীদের। আর সেই পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে দলটি। অন্যদিকে ম্যাচটিতে জিতলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১০ জয় হবে বাংলাদেশের। 

বুধবার দুপুর ১২টায় হোম অব ক্রিকেট মিরপুর শেরে-ই-বাংলায় অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে পরিকল্পনার অংশ হিসেবে এনামুলক হক বিজয়কে শুরুতেই কব্জা করে জিম্বাবুয়ে। জারভিসের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সোজা প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

এর পরই বন্ধু তামিমকে সঙ্গ দিতে আসেন সাকিব। ইতোমধ্যে টিমের তিন নাম্বার বিপদ সংকেত কাটিয়েছেন পরিক্ষীত এই অলরাউন্ডার। সিরিজের প্রথম দুটি ম্যাচের মতো আজো ব্যাট হাতে সফলতা দেখাচ্ছেন সাকিব।  সেই সাথে সাহায্য করেন বন্ধু তামিমকে বিশ্ব রেকর্ড গড়তে।

ওয়ানডেতে একই ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক এখন বাংলাদেশের তামিম ইকবাল। হোম অব ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে ৫টি শতক ও ১৫টি অর্ধশকের বিনিময়ে তামিমের রান সংখ্যা এখন ২৫১৫ রান (২৪৭৩+৪২)। অন্যদিকে তালিকায় দ্বিতীয়তে নেমে আসা শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়া কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচে ৭০ ইনিংস খেলে ৪টি শতক ও ১৯টি অর্ধশতকের সাহায্যে করেন ২৫১৪ রান।

এ ছাড়াও আজকের ম্যাচে আরেকটি রেকর্ডের সামনে তামিম ইকবাল। তা হল ওয়ানডে ফরম্যাটে প্রথম বাংলাদেশী হিসেবে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ থেকে ৬৬ রান দূরে টাইগার ওপেনার। ১৭৬ ম্যাচে ১৭৪ ইনিংস খেলে তামিমের বর্তমান রান ৫,৯৩৪। ৪০টি অর্ধশতক ও ৯টি শতকের সাহায্যে তিনি এই রান করেন। 

এ প্রতিবেদন লিখা পর্যন্ত ২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০৮ রান। সাকিব (৫০)  ও তামিম (৪৭) ব্যাট হাতে লড়ছেন। 

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফী বিন মর্তুজা (অধিনায়ক), সানজামুল ইসলাম, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামলিটন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), টেন্ডাই সাতারা, কাইল জারভিস, ব্লিজিং মুজারাবানি। 

প্রসঙ্গত, আজকের ম্যাচটিতে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। সাইফউদ্দীনের জায়গা এসেছেন সানজামুল হক।