English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৮ ১৬:০৯

একাদশে পরিবর্তনের আভাস ·

অনলাইন ডেস্ক
একাদশে পরিবর্তনের আভাস ·

চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে হারানো আত্ববিশ্বাসের অনেকটা ফিরে পেয়েছে বাংলাদেশ। তবে টাইগারদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। শ্রক্রবার বাংলাদেশের নতুন প্রতিপক্ষে শ্রীলঙ্কা। শক্তিমত্তা আর খেলার ধরন জিম্বাবুয়ের চেয়ে একেবারেই আলাদা। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদেরে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সহকারী কোচ রিচার্ড হ্যালসল।

জিম্বাবুয়ের একাদশের কথা মাথায় রেখে তাদের বিপক্ষে বাম হাতি স্পিনার সানজামূলকে জায়গা দিয়েছিল নির্বাচকরা। তবে শ্রীলঙ্কার একাদশে বাম হাতি ব্যাটসম্যানদের আধিক্য থাকার কারণে এবার আবার একাদশে ফেরানো হতে পারে মেহেদি হাসান মিরাজকে।

এ নিয়ে হ্যালসল বলেছেন, শ্রীলঙ্কা দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারা আছেন। মিরপুরের উইকেট সম্বন্ধে তাদের ভালো ধারণা রাখে। টিম ম্যানেজমেন্টও হয়তো সবকিছু নিয়ে ভেবেছে। মিরাজের মতো খেলোয়াড় এখনো মাঠে নামেনি। আশা করবো, সমনের ম্যাচে ভালো কিছু অপেক্ষা করছে।’

আগামী শুক্রবার (১৯ জনুয়ারি) সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। মিরপুরে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।