English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৮ ১১:১৭

মিরপুরে শততম ম্যাচে নেইটাইগাররা

অনলাইন ডেস্ক
মিরপুরে শততম ম্যাচে নেইটাইগাররা

শততম ওয়ানডে ম্যাচের সাক্ষী হতে চলেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। অথচ এই ম্যাচে নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ দুপুর বারোটায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ওয়ানডেতে মিরপুরে এটিই হবে শততম ম্যাচ। ১১ বছরে সেঞ্চুরি করার পথে রয়েছে মিরপুর স্টেডিয়াম।

মিরপুরে টাইগারদের অনেক ইতিহাস রয়েছে। এই ভেন্যুতেই ওয়ানডেতে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তাছাড়া এই ভেন্যুতেই টেস্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।

মিরপুরেই ২০১২ ও ২০১৬ সালের এশিয়া কাপে ফাইনাল খেলেছিল টাইগাররা। ২০১১ সালে এখানে অনুষ্ঠিত হয়েছে আইসিসি বিশ্বকাপের ম্যাচ। ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা।

গত ১৫ জানুয়ারি বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ওই ম্যাচে আট উইকেটের জয় পায় বাংলাদেশ। সিরিজের সব ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে। শেষ হবে আগামী ২৭ জানুয়ারি।