English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৮ ১২:৩০

সাকিবের ঘূর্ণি জাদুতে শুরুতেই জোড়া উইকেট

অনলাইন ডেস্ক
সাকিবের ঘূর্ণি জাদুতে শুরুতেই জোড়া উইকেট

দর্শক এবং প্রতিপক্ষকে বেশ অবাক করে দিয়েই স্পিন আক্রমণের মাধ্যমে ইনিংস শুরু করল মাশরাফি বাহিনী। বল হাতে আক্রমণে এলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ইনিংসের প্রথম ওভারেই সাকিব দলকে এনে দিলেন জোড়া সাফল্য। প্রথম বলে সলোমন মির এবং এক বল পরেই ক্রেইগ এরভিনকে ফেরত পাঠালেন তিনি।

প্রথম বলটি একটি এগিয়ে এসে মারতে চেয়েছিলেন সলোমন। কিন্তু টাইমিং মিস হয়ে বল চলে যায় মুশফিকুর রহিমের গ্লাভসে। স্টাম্পিং করার সুযোগটি মিস করেননি মুশি। এক বল পরেই সাকিবের ঘূর্ণি বুঝতে না পেরে ক্যাচ তুলে দেন এরভিন। মিড উইকেটে দাঁড়ানো সাব্বির রহমান সহজেই সেটি তালুবন্দি করেন।

বলা বাহুল্য যে, দুই ব্যাটসম্যানই 'ডাক' মেরেছেন। ২ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৫ রান।

টাইগার একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন