English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৮ ১৪:১৩

টাইগারদের বিশাল জয়

অনলাইন ডেস্ক
টাইগারদের বিশাল জয়

নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ১০ম আসরে শনিবার (১৪ জানুয়ারি) উদ্বোধনী দিনে নামিবিয়ারর বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে যুব টাইগাররা।

ম্যাচটিতে বৃষ্টির কারণে ৫০ ওভার থেকে কমে ২০ ওভারে নিয়ে আসা হয়। নির্ধারিত এই ২০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান করে যুব টাইগারা। তাই নামিবিয়াকে জিতলে হলে করতে হবে ১৯১ রান। তবে বাংলাদেশের দেওয়া এই পাহাড় সমান রান তারা করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করে হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।

নামিবিয়া ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি। দলীয় ৮ রানের মাথায় দুই উইকেট হারিয় দলটি। কিন্তু বাংলাদেশি বোলাদের সামনে নিজেদের মেলে ধরতে পারছিলেন না। দলীয় ১২ রানে আবারো ২ উইকেট হারালে চাপে পরে। অবশেষে এই চাপ থেকে বের হতে না পেরে হার নিয়ে মাঠ ছাড়ে নামিবিয়া।

এর আগে ওভালের লিঙ্কন গ্রাউন্ডে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয়ে ব্যাট করতে থাকে যুব টাটাইগার পিনাক ঘোষ ও মোহাম্মদ নাঈম। তবে ইনিংস বড় করতে ব্যার্থ হয় পিনাক। তিনি ১৭ বলে ২৬ রানে ফিরে যায় সাজঘরে। এরপর যুব অধিনায়ক অধিনায়ক সাইফকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যান নাঈম। ৪৩ বলে ৮ চার ও ১ ছয়ে ৬০ রান করে সাজঘরে ফেরেন নাঈম। নাঈম ফিরে গেলেও বাংলাদেশের রানের চাকা সচল রাখেন সাইফ হাসান। বিধ্বংসী এক ইনিংস খেলে ৪৮ বলে ৩ চার ও ৫ ছয়ে ৮৪ রানে অপরাজিত থাকেন টাইগার এই অধিনায়ক। মাঝে আফিফ ১১ রান করেন। অনিক ও হাসান ৪ ওচার বল করে ২টি করে উইকেট শিকার করেন অন্য দিকে হৃদয় ১ ওভার বল করে ১টি উইকেট নেনে।

উল্লেখ্য, ২০১৬ সালে যুব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নামিবিয়াকে মাত্র ৬৫ রানে গুড়িয়ে দিয়েছিল বাংলাদেশ