English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৮ ১১:২৬

তাসকিন-সৌম্য বাদ!

অনলাইন ডেস্ক
তাসকিন-সৌম্য বাদ!

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ ওয়ানডে দল আজ ঘোষণা হতে পারে। অবশ্য শুরু থেকেই দল নিয়ে চলছে আলোচনা। বিষয় বরাবরের মতোই- কে থাকছেন আর কে থাকছেন না! কে হচ্ছেন দলের নতুন মুখ? ১৫ সদস্যের দল ঘোষণার আগেই ২-৩ জন তারকা ক্রিকেটারের দল থেকে বাদ পড়ার গুঞ্জন এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যে তাসকিন আহমেদ ও সৌম্য সরকারের নাম রয়েছে।

সৌম্য-তাসকিন দুজনকেই বলে দেওয়া হয়েছে ৯ জানুয়ারি থেকে শুরু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচ খেলতে। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে বিসিএলের প্রথম রাউন্ড খেলতে আজ সিলেটে চলে যাচ্ছেন তাসকিন। সৌম্যও বিকেএসপিতে যোগ দিচ্ছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের অনুশীলনে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া সৌম্যকে কখনো পারফরম্যান্সের কারণে ওয়ানডে স্কোয়াডের বাইরে থাকতে হয়নি। ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজটা খেলতে পারেননি চোটের কারণে। ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে একটি ওয়ানডে না খেলা হলেও ড্রেসিংরুমে অন্তত ছিলেন। এবারই প্রথম সৌম্য বাদ পড়তে যাচ্ছেন পারফরম্যান্সের কারণে।

২০১৪ সালের জুনে মিরপুরে ভারতের বিপক্ষে উজ্জ্বল অভিষেকের পর শুধু চোটের কারণে তাসকিনের হাতছাড়া হয়েছে তিনটি ওয়ানডে সিরিজ। পারফরম্যান্সের কারণে এবারই প্রথম স্কোয়াডের বাইরে থাকছেন ২২ বছর বয়সী পেসার।