English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৮ ১১:২৫

বর্ষসেরা সাকিব, দর্শক ভোটে সেরা মাশরাফি

অনলাইন ডেস্ক
বর্ষসেরা সাকিব, দর্শক ভোটে সেরা মাশরাফি

একদিকে বর্ষসেরা সাকিব আল হাসান অন্যদিকে দর্শক ভোটে সেরা মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। শুটিংয়ের অর্ণব সারার লাদিফ এবং ফুটবলের জাফর ইকবালকে পেছনে ফেলে পুরস্কারটা জিতে নিয়েছেন সাকিব।

১৮ ডিসেম্বর বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) ২০১৭ সালের সেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল। সেখানে ক্রিকেট বিভাগে বর্ষসেরা ছিলেন সাকিব, শুটিংয়ে অর্ণব, ফুটবলে জাফর ইকবাল। এই তিনজনের মধ্যে একজনের হাতে উঠার কথা ছিল বর্ষসেরার পুরস্কার। আজ (৬ জানুয়ারি) বিএসপিএ’র পুরস্কার তুলে দেয়া হয়। এতে বর্ষসেরা হয়েছেন সাকিব। ২০১৭ সালে ৭টি টেস্ট খেলেছেন এই বামহাতি ক্রিকেটার। ৪৭.৫০ গড়ে দুইটি সেঞ্চুরিসহ করেছেন ৬৬৫ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৯ টি উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডে বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয়, শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জয়, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের স্মরণীয় জয় এসেছিল সাকিবের হাত ধরে।

অন্যদিকে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিলেন চারজন। যার মধ্যে তিনজনই ছিল ক্রিকেটার। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ছিলেন-মাশরাফি বিন মুর্তজা (ক্রিকেট), সাকিব আল হাসান (ক্রিকেট), মাহমুদউল্লাহ রিয়াদ (ক্রিকেট) এবং জাফর ইকবাল (ফুটবল)। অনলাইনে ভক্তদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য বর্ষসেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এছাড়া আগেই ঘোষিত ক্যাটাগরির পুরস্কারগুলোও আজ তুলে দেয়া হয়েছে। বর্ষসেরা দাবাড়ু হয়েছেন এনামুল হোসেন রাজীব, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় হয়েছেন সোনম সুলতানা সোমা, বর্ষসেরা সাঁতারু জোনায়না আহমেদ, বর্ষসেরা কোচ মোহাম্মদ সালাহউদ্দীন (ক্রিকেট), বর্ষসেরা সংগঠকের পুরস্কার উঠেছে মাহফুজা আক্তার কিরণ (ফুটবল) এর হাতে। এর বাইরে উদীয়মান অ্যাথলেট হিসেবে পুরস্কার পেয়েছেন জহির রায়হান।

এদিকে বিশেষ সম্মাননা পেয়েছেন ফুটবলের সালাম মুর্শেদী ও বাদল রায়। তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পুরস্কার পেয়েছেন মফিজুল হক (ফুটবল কোচ)। বর্ষসেরা স্পন্সর হয়েছে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান ‘রবি’। বিডি ক্রিকটাইম