English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭ ১৫:২১

রিয়াল-বার্সার লড়াই সন্ধ্যায়

অনলাইন ডেস্ক
রিয়াল-বার্সার লড়াই সন্ধ্যায়

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মানেই টান টান উত্তেজনা। বার্সেলোনা সমর্থকরা অপেক্ষা থাকেন কখন রিয়ারকে হারিয়ে দেবেন। অরপদিকে রিয়াল মাদ্রিদ সমর্থকরাও একই কথা ভাবেন।

শনিবার (২৩ ডিসেম্বর) এল ক্ল্যাসিকো ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যায় ৬টায়।

লা লিগায় এবারের মৌসুমে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের অবস্থান এখন পর্যন্ত ভালো নয়। বার্সেলোনার থেকে এক ম্যাচ কম খেলে এর মধ্যেই ১১ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ, ১৬ ম্যাচ খেলে লা লিগায় বার্সেলোনার পয়েন্ট ৪২, আছে শীর্ষস্থানে। ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভ্যালেন্সিয়া। আর ১৫ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তলিকার চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় প্রতি আসরেই ক্রীড়ামোদিদের জন্য অন্যতম আকর্ষণ এল ক্ল্যাসিকো ম্যাচ। স্বভাবতই এবারের লা লিগা জয়ের আশা মাদ্রিদ শিবিরে অনেক ক্ষীণ, তবুও শেষ আশা ধরে রাখতে এই ম্যাচটা জিততেই হবে জিদান বাহিনীকে। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচটি সন্ধ্যা ৬টায় সরাসরি দেখাবে সনি টেন ১।