English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭ ১৬:৪৫

ফাইনালের আগে আরেক ফাইনালে বাংলাদেশ!

অনলাইন ডেস্ক
ফাইনালের আগে আরেক ফাইনালে বাংলাদেশ!

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে হুরা খাতুনের হ্যাটট্রিকে নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দারুণ সূচনা করে বাংলাদেশ। এরপর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা। অন্যদিকে প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছিল ভুটান। এরই ফলে দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ভুটান। ঠিক ঐদিন নেপালের জালে ১০ গোল দিয়ে ফাইনালে উঠেছে ভারত। আর ভারতের কাছে নেপালের এ হারে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে আগামী ২৪ ডিসেম্বর প্রথম সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ-ভারত। তবে ফাইনালের আগে আরেকটি ফাইনাল খেলবে বাংলাদেশ। অর্থ্যাৎ ভারতের বিপক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। অন্য ম্যাচে বেলা ২টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ভুটান ও নেপাল।