English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৭ ১৮:২৮

ম্যাশ অসাধারণ অধিনায়ক : গেইল

অনলাইন ডেস্ক
ম্যাশ অসাধারণ অধিনায়ক : গেইল

বিপিএলের পঞ্চম আসরে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। ম্যাচ শেষে দলনেতা মাশরাফির প্রশংসায় পঞ্চমুখ শিরোপা জয়ের মূল নায়ক ক্রিস গেইল।

ম্যাশকে নিয়ে ক্যারিবিয়ান এই মারকুটে ব্যাটসম্যান বলেন, মাশরাফি অবশ্যই অসাধারণ অধিনায়ক। অনেক অভিজ্ঞ একজন। মানুষ হিসেবেও দারুণ। পাগলাটে সব কথায় সবাইকে হাসিয়ে নির্ভার করে দেয়। ম্যাশের নেতৃত্বে খেলা তাই সবসময়ই দারুণ।

শেষ না হওয়ার আগপর্যন্ত কখনোই মাশরাফি হাল ছেড়ে দেয় না উল্লেখ করে গেইল বলেন, ও প্রতি ম্যাচের শেষ দেখে। ও অনেক ভালো শ্রোতাও বটে। পাশাপাশি সবাইকে শ্রদ্ধাও করে অনেক।

‘সবাইকে অনেক ধন্যবাদ। এটা অনেক বড় ম্যাচ, অনেক বড় উৎসব। ফাইনালে এমন সেঞ্চুরি করা দারুণ ব্যাপার। এটা জয়ের উপলক্ষ তৈরি করেছে। যার জন্য এটা আমার জন্য বিশেষ কিছু। আমি খুব খুশি আমরা সেরা হয়ে বের হতে পেরেছি।’

প্রসঙ্গত, ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারানোর দিনে ৬৯ বলে করেছেন ১৪৬ রান করেন গেইল। ১৮টি ছয় ৫টি চারের সাহায্যে দানবীয় ইনিংসটি সাজিয়েছেন গেইল। তাইতো ম্যাচ শেষে সব পুরস্কার উঠল ছক্কার রাজার হাতে। ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরা সেইসঙ্গে রংপুরের হয়ে শিরোপা জয়।