English Version
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৭ ১৯:২৬

দ্বিতীয় স্থান নিয়ে ঢাকা, রংপুর, খুলনার যুদ্ধ!

অনলাইন ডেস্ক
দ্বিতীয় স্থান নিয়ে ঢাকা, রংপুর, খুলনার যুদ্ধ!

বিপএলের পঞ্চম আসরে শেষ চারে সবার আগেই পা রেখেছিল মাহামুদুল্লার খুলনা এরপর সুপার ফোরে পা রাখে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারপর সাকিবের ঢাকা ডায়নামাইটসও তৃতীয় দল হিসাবে যায় সুপার ফোরে। আর গত রোববার ৩ ডিসেম্বর খুলনাকে ১৯ রানে হারিয়ে প্লে’অফ নিশ্চিত করেছে ম্যাশের রংপুর রাইডার্স।

মাশরাফির রংপুর গত ৩ ডিসেম্বরের জয়ে বিপিএলের শেষ চারের আশা শেষ হয়ে গিয়েছে সিলেট সিক্সার্সের। যদি ঐ ম্যাচে রংপুর হারতো ও সিলেট যদি পরবর্তী ম্যাচ জিততো এবং রংপুর রাইডার্স যদি শেষ ম্যাচে আবারও হারতো তাহলে শেষ চারে যেত নাসিরের সিলেট সিক্সার্স। কিন্তু মাশরাফির দলের দারুণ জয়ে পঞ্চম স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে নাসিরের সিলেটকে।

১১ ম্যাচ খেলে ৬ জয় ও ৫ পরাজয় নিয়ে রংপুর রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। তাদের ঠিক উপরে রয়েছে সবার প্রথমে সুপার ফোরে নিশ্চত করা মাহামুদুল্লার খুলনা টাইটান্স। ১৩ পয়েন্ট তাদের। ৬ ম্যাচে জিতেছে মাহমুদউল্লাহর দল, হেরেছে ৪টিতে। খুলনা টাইটান্সের মতো সমান ১৩ পয়েন্ট ও জয়-পরাজয় সাকিবের ঢাকা ডায়নামাইটসের। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে দুইয়ে সাকিবের ঢাকা।

সবথেকে ভালো অবস্থানে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১০ ম্যাচে ৮ জয় ও ২ হারে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। দুই ম্যাচ হাতে রেখে শীর্ষস্থান নিশ্চিত করেছে তামিমের কুমিল্লা।

সুপার ফোর চার দল নিশ্চিত করলেও এবার আসল লড়াই তিন দলের। কুমিল্লা ভিক্টোরিয়ান্স শীর্ষেই থাকছে। ঢাকা ডাইনামাইটস, রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স লড়াই করবে সেরা দুইয়ে থাকতে। সেরা দুইয়ে থাকতে পারলে ফাইনালে যাওয়ার দুটি সুযোগ পাবে এই তিন দল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী ৮ ডিসেম্বর খেলবে এলিমিনেটর ম্যাচ। যে দল জিতবে সেই দল চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দল ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। পয়েন্ট তালিকার তিন ও চার নম্বর দল খেলবে প্রথম কোয়ালিফাইয়ার। বিজয়ী দল চলে যাবে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে। এলিমিনেটরে হেরে যাওয়া দল খেলবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার।

প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচটি হবে ৮ ডিসেম্বর রাতে। দ্বিতীয় কোয়ালিফাইয়ার হবে ১০ ডিসেম্বর রাতে। টুর্নামেন্টের ফাইনাল হবে ১২ ডিসেম্বর।

মাহামুদুল্লার খুলনার টাইটান্সের পরবর্তী ম্যাচ হবে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। শেষ ম্যাচে খুলনা জয় পেলে সেরা দুইয়ে উঠবে। হারলে তিনেই থাকবে দলটি। পরদিন নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি রংপুর ও ঢাকা। সেরা দুইয়ের লড়াইটা হবে সাকিব ও মাশরাফির মধ্যে। যে দল জিতবে সেই দল সঙ্গী হবে তামিমের দলের।