English Version
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৭ ০৬:৪০

সিরিজ হারলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
সিরিজ হারলো বাংলাদেশ

এক ম্যাচ বাকি থাকতেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে গেল বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের ২ ম্যাচেও ১০৪ রানের বিশাল জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া বোলারদের দাপটে ২৪৯ রানেই ঘুটিয়ে গেল টিম বাংলাদেশ। আন্দ্রিলে ফিকোযাও এবং ইমরান তাহিরের বোলিং নৈপুণ্যে হারের বৃত্তেই বেধে থাকে বাংলাদেশ। পেসার আন্দ্রিলে ফিকোযাও তুলে নেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট।

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতেছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে আজ শুরু থেকেই বেশ ইতিবাচকভাবে ব্যাটিং শুরু করে তামিম ইকবাল ও ইমরুল কায়েস। রানের পাহাড় সমান টার্গেট তারা করতে নেমে শুরুতেই বিপদে পরে বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। ইনজুরি থেকে ফিরে এসে শুরুটা ভালো করেছিলো তামিম ইকবাল। দলীয় ৪৪ রানে ডিন প্রিটোরিয়াসের বলটা ঠেকাতে পারেননি তামিম ইকবাল। বল এসে লাগে তাঁর প্যাডে। দক্ষিণ আফ্রিকার ফিল্ডারদের আবেদনে সাড়া দিতে মোটেও সময় নেননি আম্পায়ার। তামিমও রিভিউ নেওয়ার সাহস পায়নি।

এরপর ভালো খেলছিলো লিটন। ফেলুকায়োর বলে তিনিও লেগ বিফোর হন। রিভিউ নিলেও বাঁচতে পারেন নি এই ব্যাটসম্যান। এরপর লড়াইটা চালিয়ে যাচ্ছেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। ওয়ানডে ক্যারিয়ারের ১৪ তম হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন ইমরুল। ৭৭ বলে ৬৮ রান করেন তিনি। ৬৯ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর জুটি বাঁধেন মুশফিক ও ইমরুল। তারা দুজন তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন। এরপর ইমরান তাহিরের বলে এবি ডি ভিলিয়ার্সের হাতে ধরা পড়ে সাজঘরে যায় ইমরুল। যাওয়ার আগে ৭৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৮ রান করে যান। তার হাফ সেঞ্চুরির পাশাপাশি মুশফিকও হাফ সেঞ্চুরি পূর্ণ করে। ইমরুলের পথে ধরে দ্রুত ফিরে গেছেন সাকিব আল হাসানও (৫)। এর পর ৬০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে ফিরে যান মুশফিকও! এর পর আর কেউ হাল ধরতে পারেনি দলের।

এর আগে সাকিবের জোড়া আঘাতে টাইগার দলের মধ্যে একটা স্বস্তি তৈরি হয়েছিল । কিন্তু স্বস্তিকে ভয়াবহ অস্বস্তিতে পরিণত করেছেন দক্ষণ আফ্রিকার 'দানবীয় ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ভিলিয়ার্সের ১৭৬ রানের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে দক্ষিণ আফ্রিকা ৩৫৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে

স্কোর: বাংলাদেশ ২৪৯/১০ (৪৮ ওভার)।

দক্ষিণ আফ্রিকা ৩৫৩/৬ (৫০ ওভার)।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারদিয়েন, জেপি ডুমিনি, আন্দ্রিলে ফিকোযাও, কাগিসো রাবাদা, ডেন পিটারসন, ইমরান তাহির ও ডোয়াইন প্রিটোরিয়াস।