English Version
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৭ ০৬:৫৫

এবার ১০ উইকেটে লজ্জার হার

অনলাইন ডেস্ক
এবার ১০ উইকেটে লজ্জার হার

টেস্টের মত প্রথম ওয়ানডেতেও লজ্জাজনক এক হার মেনে নিতে হলো বাংলাদেশকে। কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। প্রোটিয়ারা  ২৭৯ রান তাড়া করতে নেমে ৪২.৫ ওভারে বিনা উইকেটে তা তুলে নেয়। কুইন্টন ডি কক ও হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার সেরা জুটি ও বিনা উইকেটে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে জয় তুলে নেয়।ডি কক-আমলা দুজনেই সেঞ্চুরি করেন।

কুইন্টন ডি কক ইনিংসের প্রথম বলে ৪ মেরে শুরু করে আর থামেনি, ১০০ তম বলে সাকিবকে ৪ মেরে সেঞ্চুরি এবং ম্যাচ শেষে ১৪৫ বলে ১৬৮ ও আরেক ওপেনার হাশিম আমলা ১১২ বলে ১১০ রানে অপারাজিত ছিলেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। তামিম ইকবাল নেই চোটে, একাদশে জায়গা পাননি সৌম্য সরকারও। প্রথমবার ওপেনিং করেন লিটন দাস ও ইমরুল কায়েস। ব্যাটিংয়ে শুরুটা খারাপ করেনি টাইগাররা।  নতুন উদ্বোধনী জুটি করেন ৪৩ রান। পরে মুশফিকুর রহিমের সেঞ্চুরীতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সামনে ২৭৯ রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবশ্য এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগে ২৫০ ছুঁতে পেরেছিল একবারই। ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে গায়ানায় তুলেছিল ৮ উইকেটে ২৫১। সে ম্যাচে বাংলাদেশ জিতেছিল।

আজ টাইগার ব্যাটসম্যানরা প্রত্যেকে ভালো শুরু করলেও মুশফিক ছাড়া কেউ ইনিংস বড় করতে পারেননি।লিটন করেন ২৯ বলে ২১ রান ও ৪৩ বলে ৩১ করেন ইমরুল। ৫০০০ রান পূর্ণ করা সাকিব আল হাসান ফিরেন ২৯ রান  করে। মিড অফে ডেভিড মিলারের তালুবন্দি হওয়ার আগে মাহমুদউল্লাহ করেন ২৬ রান।সাব্বির ২১ বলে ১৯  আর নাসির করে ১১ রান। শেষ ওভারে রাবাদাকে ৪ ও ৬ মেরে অভিষিক্ত অলরাউন্ডার সাইফ উদ্দিন শেষ বলে আউট হন ১১ বলে ১৬ রান করে। বাংলাদেশের ইনিংসের মেরুদণ্ড মুশফিক ১১৬ বলে ১১০ রানে অপরাজিত ছিলেন। রাবাদা ৪৩ রানে ৪ উইকেট নেয়।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ৫০ ওভারে ২৭৮/৭ (ইমরুল ৩১, লিটন ২১, সাকিব ২৯, মুশফিক ১১০*, মাহমুদউল্লাহ ২৬, সাব্বির ১৯, নাসির ১১, সাইফ উদ্দিন ১৬; রাবাদা ৪/৪৩, প্যাটারসন ০/৬৯, তাহির ১/৪৫, প্রিটোরিয়াস ২/৪৮, ফেলুকওয়ায়ো ০/৬০, দুমিনি ০/৮)

দক্ষিণ আফ্রিকা : ৪২.৫ ওভারে ২৮২/০ (ডি কক ১৬৮*, আমলা ১১০*; রুবেল ০/৫০, মাশরাফি০/৫০ তাসকিন ০/৬১, সাকিব ০/৪৮, সাইফ ০/৪৬, নাসির ০/২৯, মাহমুদউল্লাহ ০/১১)