English Version
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৭ ১১:৫৪

জয় দিয়ে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু

অনলাইন ডেস্ক
জয় দিয়ে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫০ ওভারে আট উইকেট হারিয়ে করে ২০৯ রান করে। ফলাফল পাকিস্তান ম্যাচটি ৮৩ রানে জিতে নেয়। আর অন্যদিকে ওয়ানডেতে শ্রীলঙ্কার খারাপ পারফরম্যান্স ধারাবহিকতা বজায় থাকলো। এটি দিয়ে তারা পরপর ৮টি ম্যাচে হার দেখলো।

টেস্ট সিরিজে জয়ের অনেক কাছে গিয়েও হার দেখতে হয়েছিল পাকিস্তান দলকে। তাই ওয়ানডে ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না পাকিস্তানের সামনে। টসে জিতে শ্রীলঙ্কা পাকিস্তানকে প্রথম ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে ১১ রানে প্রথম উইকেট হারিয়ে বসে পাকিস্তানস। কিন্তু পাকিস্তানের জয়ের ভীত গড়ে দিয়েছিলেন বাবর আজম ও শোয়েব মালিক। ১০৩ রানের দারুণ ইনিংস খেলেছেন বাবর। আর শোয়েবের ব্যাট থেকে এসেছে ৬৫ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস। ওপেনার ফখর জামানের ৪৩ ও মোহাম্মদ হাফিজের ৩২ রানের ছোট ইনিংস দুটিও বড় অবদান রেখেছে পাকিস্তানের ভালো সংগ্রহের পেছনে।

২৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার শুরুটি ভাল হয়নি। মাত্র ৬৭ রানেই তারা ৫ উইকেট হারালে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। ৫৩ ও ৫০ রান করে শ্রীলঙ্কার পক্ষে প্রতিরোধ গড়তে পেরেছেন শুধু লাহিরু থিরিমানে ও আকিলা ধনঞ্জয়। তবে ৫০ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ধনঞ্জয়। এই দুজনের পর শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল মাত্র ২৫ রানের। সেটিও খেলেছিলেন নয় নম্বরে ব্যাট করতে নামা জেফ্রি ভ্যান্ডারসে। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছিলেন শ্রীলঙ্কা। বল হাতে পাকিস্তানের জয়ের নায়ক দুই পেসার রুম্মান রইস ও হাসান আলী। দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট।