English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৭ ১৪:৫০

মেসি রোনালদোর সাথে বুফ্ফন

অনলাইন ডেস্ক
মেসি রোনালদোর সাথে বুফ্ফন

উয়েফা বর্ষসেরা খেলোয়ারের পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়াগা করে নিয়েছেন ইউভেন্তুসের জানলুইজি বুফ্ফন।

গত বছর দ্বিতীয় বার ইউরোপের সেরা ফুটবলারের এই পুরস্কার জিতেন পর্তুগালের রোনালদো। পুরস্কারটি দুইবার জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। একবার করে জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি।

উয়েফার অঞ্চলগুলোতে ক্লাবগুলোর হয়ে খেলা ফুটবলারদের মধ্য থেকে ঘরোয়া, মহাদেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পারফরম্যান্স বিচার করে নির্বাচন করা হয় বিজয়ীকে।

২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের গ্রুপ পর্বে অংশ নেওয়া ৮০টি ক্লাবের কোচ, বাছাই করা ৫৫ জন সাংবাদিককের ভোটে সংক্ষিপ্ত তালিকার তিন খেলোয়াড়কে নির্বাচন করা হয়।

রোনালদোর জন্য গত মৌসুমটা ছিল দুর্দান্ত। রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ে বড় অবদান ছিল তার। অবদান ছিল উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয়েও।

গত মৌসুমে লা লিগায় সবচেয়ে বেশি গোল করা মেসির অর্জন কেবল বার্সেলোনার হয়ে কোপা দেল রে জেতা।

আলো ছড়িয়েছেন বুফ্ফনও। ইউভেন্তুসকে টানা তৃতীয়বার ঘরোয়া ডাবল সেরি আ ও কোপা ইতালিয়া জেতাতে বড় অবদান রাখেন ইতালির এই গোলরক্ষক।

ভোটে চতুর্থ হন লুকা মদ্রিচ। তার রিয়াল সতীর্থ টনি ক্রুস আছেন পাঁচ নম্বরে, ছয় নম্বরে ইউভেন্তুসের পাওলো দিবালা।

সাত নম্বরে রিয়াল অধিনায়ক সের্হিও রামোস। আর গত মৌসুমে মোনাকোকে লিগ ওয়ান জেতাতে বড় অবদান রাখা কিলিয়ান এমবাপে আছেন আট নম্বরে।

চারটি পজিশনভিত্তিক সেরা খেলোয়াড়ের পুরস্কারের সঙ্গে ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি তুলে দেওয়া হবে ২৪ অগাস্ট, চ্যাম্পিয়ন্স লিগের এ মৌসুমের ড্র অনুষ্ঠানে।