English Version
আপডেট : ১৫ আগস্ট, ২০১৭ ১৯:৩১

আমি ভালো একটি টেস্ট সিরিজ প্রত্যাশা করছি : মাশরাফি

আমি ভালো একটি টেস্ট সিরিজ প্রত্যাশা করছি : মাশরাফি

 

সাদা পোশাকের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৬ সালের এপ্রিলে। ১১ বছরেরও বেশি সময় পর আবার টেস্টে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন, ভালো খেলতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া সম্ভব।মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘আমি খেলোয়াড়দের উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে চাই না। কিন্তু ভালো একটি টেস্ট সিরিজ প্রত্যাশা করছি। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা টেস্ট দল। তাদের সম্ভাব্য সেরা দলই বাংলাদেশ সফরে আসছে।

 

তিনি আরও বলেন, ‘আমাদের দলের পক্ষে কাজটি সহজ হবে না। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে যেমন খেলেছিলাম অস্ট্রেলিয়ার বিপক্ষে তার চেয়ে যদি এক ধাপ ভালো খেলতে পারি তাহলে জয় সম্ভব।

 

কিন্তু আমি ফলাফলের দিক থেকে তাদের উপর একদমই চাপ দিতে চাই না। জয় অথবা পরাজয়ের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের মানসিকতা।’