English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৭ ১৩:০৫

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যেসব চমক থাকছে

অনলাইন ডেস্ক
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যেসব চমক থাকছে

আগামী ২ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসর। তবে উদ্বোধনী অনুষ্ঠান ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। জমজমাট ভাবেই শুর হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের পঞ্চম আসর। ইতোমধ্যে বিপিএল নিয়ে কর্তৃপক্ষ, আয়োজক ও অংশগ্রহণকারী দলগুলো শুরু করেছে প্রস্তুতি।

প্রস্তুতির প্রাক্বালে জানা গেলো আরও এক গরম খবর। এবারের বিপিএলের উদ্বোধনী দিনে মঞ্চ মাতাতে আসবেন জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং।

গত বছর ইংল্যান্ড সিরিজের পরপরই বিপিএল শুরু হওয়ায় হয়নি কোনো উদ্বোধনী অনুষ্ঠান। তবে নজর কাড়া উদ্বোধনী অনুষ্ঠান থাকছে এবার। গত উদ্বোধনী অনুষ্ঠানগুলোর মতো এবারও বলিউডের নামকরা শিল্পীদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

তারই ফলস্বরূপ সঙ্গীত পরিবেশ করতে ঐসময় বাংলাদেশে আসবেন অরিজিৎ সিং। অনুষ্ঠানটির আয়োজন করা হবে বাংলাদেশের, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অনুষ্ঠানটি শুরু হবে বিকাল ৪ টায় আর শেষ হবে রাত ১১ টায়।

এছাড়া বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষিত ও কারিনা কাপুরের সাথেও চলছে আলোচনা। বিদেশী শিল্পীর পরিবেশনার পাশাপাশি গুরুত্ব পাবে পাবে দেশী সংস্কৃতি, বলছেন বিপিএল চেয়ারম্যান।

এদিকে বিপিএলের ঠিক আগ মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ দল। এজন্য উদ্বোধনী অনুষ্ঠান করা হবে কি না- এ নিয়ে ছিল সংশয়। অনেকেই ভেবেছিলেন, গত আসরের মতো এবারও আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই যাত্রা শুরু করবে টুর্নামেন্টটি।

তবে বলিউড তারকাদের অংশগ্রহণে এবার অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। যদিও ভিনদেশী তারকাদের এমন প্রোগ্রামে আনয়নে অতীতের তিক্ত অভিজ্ঞতা আছে বিপিএল গভর্নিং কাউন্সিলের!