English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৭ ১৩:৪১

সাকলাইনকে স্থায়ী কোচ নিয়োগ দিতে ইসিবির প্রতি মঈনের আহ্বান

অনলাইন ডেস্ক
সাকলাইনকে স্থায়ী কোচ নিয়োগ দিতে ইসিবির প্রতি মঈনের আহ্বান

পাকিস্তানি সাকলাইন মুশতাককে স্থায়ীভাবে কোচ নিয়োগ দিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতি আহ্বান জানিয়েছেন তারকা অলরাউন্ডার মঈন আলী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে নিজের রেকর্ড গড়া পারফরমেন্সের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজের আগেও যাতে তার সঙ্গে নিরবিচ্ছিন্ন কাজ করতে পারেন সে জন্যই সাকলাইনকে স্থায়ী নিয়োগের আহ্বান জানান মঈন।

প্রোটিয়াদের বিপক্ষে ৩-১ ব্যবধানে ইংল্যান্ডের জয়ী হওয়া চার টেস্টের সিরিজে লংগার ভার্সনের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ব্যাট হাতে ২৫০’র অধিক রান এবং ২৫ উইকেট শিকার করেন ৩০ বছর বয়সী এ অফ স্পিনার।  ম্যাচ শেষেই স্পিন কোচ সাকলাইনের ভুয়সী করেন আলী।

পাকিস্তানের সাবেক এ অফ স্পিনার বর্তমানে পরামর্শক হিসেবে ইসিবির সঙ্গে কাজ করছেন এবং মইন আলী বলেন, ‘আপনার যদি ব্যাটিং, ফিল্ডিং এবং ফাস্ট বোলিং কোচ থাকতে পারে তাহলে একজন স্পিন বোলিং কোচ থাকাটাও ভাল হবে। ’

তিনি আরও বলেন, ‘অ্যাশেজের জন্য এ পরিকল্পনা থাকলে আশা করছি পরবর্তীতে সাকিকে আমার পাশে পাব। আমি তাকে এখানে দেখতে চাই। সর্বত্রই তিনি আমাকে সাহায্য করতে পারবেন। ’