English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০৪:৩৭

ইনজুরি থেকে ফিরেই সরূপে বেল

নিজস্ব প্রতিবেদক
 ইনজুরি থেকে ফিরেই সরূপে বেল

অনেক দিন ধরে বিবিসি নেই মাঠে। গ্যারেথ বেলের ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের ত্রিশুলটা জোট বাধে না। শনিবারও বাধল না। কারণ, প্রায় তিন মাস পর বেলের মাঠে ফেরার রাতে করিম বেনজিমা বিশ্রাম পেয়েছিলেন। ক্রিস্তিয়ানো রোনালদো শুরু থেকেই ছিলেন। আর ফেরাটাকে মনে রাখার মতোই করলেন ওয়েলশ ফরোয়ার্ড বেল। খেললেন দারুণ। করলেন একটি গোলও। তাতে স্প্যানিশ লিগে এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গাটা আরো মজবুত করল রিয়াল।

২১ ৫২ পয়েন্ট নিয়ে রিয়াল টেবিলের শীর্ষেই। গেলোবারের চ্যাম্পিয়ন রিয়ালের চিরশত্রু বার্সেলোনা ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তার মানে একটি ম্যাচ বেশি খেলেও কাতালানরা ৪ পয়েন্ট পেছনে!

এসপানিওলকে বরাবর গোলে ভাসানোর অভ্যাস রিয়ালের। এই ম্যাচে তা না হলেও জিততে কষ্ট হয়নি। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩৩ মিনিটে আলভারো মোরাতা হেডে লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধে ওটাই একমাত্র গোল।

খেলার যখন আর মিনিট ৩০ বাকি তখন কোচ জিনেদিন জিদান নামতে বললেন বেলকে। এতদিন পর মাঠে নামার সময় তুমুল অভিনন্দন পেলেন বেল। আর সেই প্রেরণায় কি না কে জানে ৮৩ মিনিটেই গোল করে ফেললেন। ইসকোর পাস থেকে বল পেয়ে দারুণ ভাবে বেল ঢুকে পড়েন এসপানিওলের ডিফেন্সে। তারপর চমৎকার শটে গোল করে সফল ফেরার উৎসবে মাতেন। আর তাকে এভাবে ফিরে পেয়ে রিয়ালের উদযাপনও পায় বাড়তি মাত্রা।