English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০৪:৩৫

নাটকীয় ম্যাচে তামিম-সাকিবের জালমির হার

নিজস্ব প্রতিবেদক
নাটকীয় ম্যাচে তামিম-সাকিবের জালমির হার

তামিম ইকবাল করলেন মাত্র ৪ রান। সাকিব আল হাসানের ব্যাট থেকে এলো ৫। পেশোয়ার জালমি শনিবার রাতে শারজায় ৯ উইকেটে মাত্র ১৩৬ রান তুলল। মনে হলো পাকিস্তান সুপার লিগের গেলবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড সহজেই জিতবে। কিন্তু সেই ম্যাচে শেষ ওভারে ছিল নখ কামড়ানো উত্তেজনা। জিততে পারতো জালমিও। শেষ বলেই ১ রান তুলে ইসলামাবাদ জিতল ৫ উইকেটে। ২০ ওভারে ৫ উইকেটে ১৩৭!

ইনিংসের আদ্যন্ত খেলে ওপেনার ডোয়াইন স্মিথ ৫৯ বলে ৭২ রানে অপরাজিত। পঞ্চম উইকেটে ওভার প্রতি ৯ রান তুলে শেন ওয়াটসনকে (৩০) নিয়ে জয়ের কাছে পৌঁছলেন। শেষ ওভারে ৬ লাগে। কঠিন কিছু না। কিন্তু নাটক ওখানেই। প্রথম ৪ বলে ৪ রান। পঞ্চম বলে রিভি্উতে ওয়াটসন রান আউট হওয়ার আগে এক রান! টাই। শেষ বলে নতুন ব্যাটসম্যান আমাত বাট ১ রান নিয়ে জিতিয়েছেন। এই হারে পিএসএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেলো পেশোয়ার। ইসলামাবাদ নিল দ্বিতীয় স্থান।

ব্যাট হাতে দলের প্রয়োজনে ব্যর্থতার পর সাকিব ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নিয়েছেন। ভালো বল করছিলেন। অধিনায়ক ড্যারেন স্যামি প্রতিপক্ষকে চাপে ফেলতে গিয়ে সাকিবের ওভারগুলো আগেই শেষ করে ফেললেন।

এরপরও কিছুটা আশা ছিল জালমির। ১৫ ওভারে ৪ উইকেটে ৮৮ রান ছিল ইসলামাবাদের। শেষ ৩০ বলে ৪৯ রানের টার্গেট। কিন্তু ওপেনার ডোয়াইন স্মিথ ছিলেন অগ্নিশর্মা। মারলেন। শেন ওয়াটসন তো জুনায়েদ খানকে টানা দুই ছক্কা হাঁকালেন। এক ওভারে ১৮। এরপর আর কাজটা কঠিন থাকার কথা ছিল না। কিন্তু শেষ ওভারে গিয়ে রোমাঞ্চ। সেটি জয় করে জয় ইসলামাবাদের। শেষ ওভারটিও ছিল জুনায়দের। মনে হলো ওই আগের ওভারটিতে দলকে হারিয়ে দিয়েছিলেন বুঝি এই বোলারই!

এর আগে ম্যাচের শুরুতে তামিম-সাকিবকে নিয়ে আগ্রহ ছিল খুব। মরুশহরে জালমির ইনিংস ওপেন করতে নামেন তামিম। সমর্থকরা উল্লসিত। আগের ম্যাচে অপরাজিত ছিলেন ৬২ রানে। কিন্তু এবার ৮ বলে ৪ রান করে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। সেই ধারাবাহিকতায় ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে জালমি। ইসলামাবাদ রীতিমতো চেপে ধরেছে প্রতিপক্ষকে। সাকিব আল হাসান এবারের পিএসএলে প্রথমবার মাঠে নামেন। শেষ ম্যাচে ব্যাটিং পাননি সাকিব। বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হলে মাঠেই নামতে হয়নি। এবার যখন আসরে প্রথম মাঠে নামেন জালমির কিছু দর্শক সাকিবের বিখ্যাত স্যালুটের ঢংয়ে স্যালুট ঠুকতে থাকেন। কিন্তু ৭ বলে মাত্র ৫ রান করেই বিদায় সাকিবের।

ইসলামাবাদের বোলাররা শুরু থেকে দারুণ এই রাতে। মোহাম্মদ হাফিজের বদলে তামিমের ওপেনিং পার্টনার কামরান আকমল। তামিম সতর্ক হয়ে চলেন। কিন্তু চতুর্থ ওভারের শুরুতে রুম্মন রইসকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে ইসলামাবাদ অধিনায়ক মিসবাহ উল হকের হাতে ধরা পড়লেন।

হাফিজ (১০), কামরান (১৯), শোয়েব মাকসুদ (০) ফেরেন দেখতে না দেখতে। দুই বিদেশি সাকিব আর ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান হাল ধরতে চাইলেন। আমাদ বাটকে সীমানা পার করাতে গিয়ে সাকিবকে হতাশা নিয়ে ফিরতে হয়। মরগ্যান রান এ বল ২৮ রানে ফেরেন। ৭৮ রানে জালমির ৬ উইকেট নেই।

বিপদ আর বিপদ। তামিম-সাকিবের দল অধিনায়ক ড্যারেন স্যামি ও একদা 'বুম বুম' ছিলেন সেই শহীদ আফ্রিদির ব্যাটের দিকে তাকিয়ে। সপ্তম উইকেটে এই জুটি ১৭ বলে ২৫ আনে। স্যামি ২০ রান করে ফেরেন। আফ্রিদি শেষ ওভারের প্রথম বল পর্যন্ত টিকে থেকে ১২ বলে ১৭ করেন। তবে জালমি শেষে যা একটু এগিয়েছে তা মূলত ওয়াহাব রিয়াজের ১৫ বলে ২৩ রানের ইনিংসে ভর করে। মোহাম্মদ সামি ৩ উইকেট নিয়েছেন। শেষে সামিই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন!  রইস ও শাদাব খানের শিকার ২টি করে উইকেট।

পরে ৪৫ রানে ৩ উইকেট হারালেও ইসলামাবাদকে স্মিথ-ওয়াটসন জয়ের দরজায় নেন। টুর্নামেন্টে ৫ ম্যাচের ২টি হারল তামিম-সাকিবের জালমি। এদিন আরেক বাংলাদেশি মাহমুদউল্লাহর ম্যাচ ছিল এর আগে। তার দল কুয়েটা গ্ল্যাডিয়েটর্স জয় পেয়েছে। বল হাতে উইকেট পাননি মাহমুউল্লাহ। ব্যাট করতে নামতে হয়নি। পয়েন্ট টেবিলের এক নম্বরে কুয়েটা।