English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৫৪

টাইগারদের টেস্ট শতক পূরণ হবে শ্রীলঙ্কায়

অনলাইন ডেস্ক
টাইগারদের টেস্ট শতক পূরণ হবে শ্রীলঙ্কায়
বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : টেস্ট ২০০০ সালে অভিষেক হওয়ার পর থেকে সদ্য শেষ হওয়া হায়দরাবাদ টেস্ট খেলে ৯৮তম টেস্ট খেলা শেষ করলো বাংলাদেশ দল। আগামী ৭ মার্চ গল টেস্টের মাধ্যমে শুরু হতে যাচ্ছে টাইগারদের লঙ্কা অভিযান। সেটি অবশ্য ৯৯তম টেস্ট ম্যাচ।

কলম্বোর পি সারা ওভালে ১৫ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। উপমহাদেশের কেবল এই মাঠেই পা পড়েছিল ক্রিকেট কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের। ইতিহাসের অংশ হয়ে থাকা এই মাঠেই বাংলাদেশ উদযাপন করবে টেস্ট ম্যাচের সেঞ্চুরি। কলম্বো টেস্টই হতে যাচ্ছে বাংলাদেশের শততম টেস্ট।

মোরাতুয়ায় খেলেই শুরু হবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। দু’দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। এরপর গলে ৭ মার্চ শুরু হবে বাংলাদেশের প্রথম টেস্ট। এরপর কলম্বোর পি সারা ওভালে শুরু হবে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট ম্যাচটির।

বাংলাদেশের শ্রীলংকা সফরের সূচি ঘোষণা করা হয়েছে গতকাল। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশই সবার শেষে শততম টেস্ট ম্যাচটি খেলতে যাচ্ছে। বাংলাদেশের ৮ বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া সত্ত্বেও জিম্বাবুয়ে শততম টেস্ট ম্যাচটি খেলেছে গত বছর নভেম্বরে। কাকতালীয়ভাবে তাদের শততম টেস্ট ম্যাচটিও ছিল শ্রীলংকার বিপক্ষে।