English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০৮:০৯

একশো, দু’শো কোটি নয়, বিরাটের ব্র্যান্ড ভ্যালু শুনলে চমকে যাবেন

অনলাইন ডেস্ক
একশো, দু’শো কোটি নয়, বিরাটের ব্র্যান্ড ভ্যালু শুনলে চমকে যাবেন

বিরাট কোহলি এগিয়ে চলেছেন। মাঠে এবং মাঠের বাইরে— দু’ জায়গাতেই কোহলি এখন রাজার রাজা। মাঠের ভিতরে কোহলির ব্যাট কথা বলছে। আর মাঠের বাইরে হুহু করে বাড়ছে কোহলির দাম। বিরাটের ব্র্যান্ড ভ্যালু। স্পোর্টস মার্কেটিং আধিকারিকদের কথায়, ভারতের ওয়ানডে ও  টি টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই বিরাটের ব্র্যান্ড ভ্যালু বেড়ে গিয়েছে ২০ থেকে ২৫ শতাংশ।

কোন সেলিব্রিটির ব্র্যান্ড ভ্যালু কত, ২০১৬-র অক্টোবর মাসের সেই রিপোর্ট অনুযায়ী, বিরাটের ব্র্যান্ড ভ্যালু ৯২ মিলিয়ন মার্কিন ডলার। সেই সমীক্ষা অনুযায়ী বিখ্যাত তারকাদের মধ্যে কোহলির থেকে কেবল এগিয়ে রয়েছেন শাহরুখ খান। কিংগ খানের ব্র্যান্ড ভ্যালু ১৩১ মিলিয়ন মার্কিন ডলার। যেভাবে কোহলির দাম বাড়ছে তাতে ভবিষ্যতে শাহরুখকেও টপকে যেতে পারেন ভারত অধিনায়ক।

বর্তমানে বিরাট ২০টি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্সের জন্যই বিরাটের ব্র্যান্ড ভ্যালু বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অদূর ভবিষ্যতে ভারতের এনডোর্সমেন্টের ইতিহাসে সবচেয়ে দামী ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার দিকে এগিয়ে চলেছেন বিরাট কোহলি।