English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০৭:৪৫

পিএসএল একদলে তামিমের তাণ্ডব, অন্যদলে রিয়াদের দারুন বোলিং

অনলাইন ডেস্ক
পিএসএল একদলে তামিমের তাণ্ডব, অন্যদলে রিয়াদের দারুন বোলিং

পাকিস্তান সুপার লিগ-পিএসএলে মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন পেশোয়ার জালমির ওপেনার তামিম ইকবাল।

তামিমের ব্যাটে ভর করে নির্ধারিত ১৬ ওভারে ৩ উইকেটে হারিয়ে ১১৭ রান করে পেশোয়ার। তামিম ইকবাল ৪৬ বলে ৪ ছক্কা ও সমান সংখ্যক চারের মারে ৬২ রানে অপরাজিত থাকেন। এছাড়া শোয়েব মাকসুদ ৩০ রানে অপরাজিত ছিলেন।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জয়লাভ করেন কোয়েটার অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি প্রথমে পেশোয়ারকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

ওপেনিংয়ে নামেন বাংলাদেশের তামিম ইকবাল এবং পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তারা দুজনে ভালোভাবেই ব্যাট করছিলেন। কিন্তু দলীয় ২৮ রান করার পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পর খেলা শুরু হলে আক্রমণে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ।

৪১ রানের জুটি ভাঙেন বাংলাদেশের এ অলরাউন্ডার। রিয়াদের বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন মোহাম্মদ হাফিজ। এরপর কামরান আকমল কোনো রান না করেই হাসান খানের বলে আউট হন। ইয়ন মর্গ্যানও ব্যাট হাতে ভালো করতে পারেননি। তিনি মাত্র ১ রান করে রুশোর বলে আউট হন।

বৃষ্টির কারণে বার বার খেলা বন্ধ থাকে। এতে ম্যাচের দৈর্ঘ ১৬ ওভারে নিয়ে আসেন আম্পায়াররা। শুরুর দিকে ধীর গতিতে ব্যাট করতে থাকেন পেশোয়ারের ব্যাটসম্যানরা।

তবে ওভার কমিয়ে দেয়ায় ঝড় তোলেন তামিম ও মাকসুদ। তাদের জুটিতে আসে ৭৫ রান।

পেশোয়ার জালমির একাদশ:

ড্যারেন স্যামি (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, ইয়ন মরগান, সাকিব আল হাসান, শোয়েব মাকসুদ, শহিদ খান আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, ও জুনায়েদ খান।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের একাদশ:

সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসাদ শফিক, আহমেদ শেহজাদ, কেভিন পিটারসেন, রিলে রুশো, মাহমুদউল্লাহ রিয়াদ, থিসারা পেরেরা, মোহাম্মদ নওয়াজ (৩), আনোয়ার আলি, হাসান খান ও জুলফিকর বাবর।