English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৫৮

তামিম-সাকিব-মাহমুদউল্লাহরা কেউ জেতেনি

নিজস্ব প্রতিবেদক
তামিম-সাকিব-মাহমুদউল্লাহরা কেউ জেতেনি

পাকিস্তানের সুপার লিগের (পিএসএল) শুক্রবারের প্রথম ম্যাচটা অন্যরকম আকর্ষণ নিয়েই এসেছিল বাংলাদেশের দর্শকদের জন্য। এবারের পিএসএলে খেলা বাংলাদেশের তিন ক্রিকেটারই মাঠে নেমেছিলেন একসঙ্গে। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মুখোমুখি হয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেননি তাদের কেউই। তামিম-সাকিবের পেশোয়ার জালমি ও মাহমুদউল্লাহর কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার ম্যাচটি ভাসিয়ে নিয়ে গেছে বৃষ্টি। ভাগাভাগি হয়েছে পয়েন্ট। পেশোয়ার জালমি ১, কুয়েটা গ্ল্যাডিয়েটর্স ১।

   এতে পয়েন্ট তালিকাতেও দু'দল রইল সহঅবস্থানে। সমান চার ম্যাচে দুদলেরই পয়েন্ট সমান ৫ করে। তবে রান রেটে এগিয়ে থাকায় তামিম-সাকিবের পেশোয়ার জালমি এক নম্বরে। শুক্রবার ছুটির দিন বলে শারজা ক্রিকেট মাঠে ছিল উপচে পড়া ভিড়। কিন্তু দর্শকদের হতাশ করে শুরুতেই বৃষ্টির হানা। বৃষ্টি থামার পর খেলা মাঠে গড়ালেও ম্যাচটা নেমে আসে ১৬ ওভারে। তাতে তামিম ইকবালের হাফসেঞ্চুরিতে চড়ে টস হেরে ব্যাটিংয়ে নামা পেশোয়ার জালমি ৩ উইকেট হারিয়ে করতে পারে ১১৭ রান। জবাবে কুয়েটা গ্ল্যাডিয়েটর্স বৃষ্টির কারণে ব্যাট করতেই নামতে পারেনি।   গত বছর পিএসএলে দুর্দান্ত পারফর্ম করা তামিম এবারো প্রথম ম্যাচেই করলেন হাফসেঞ্চুরি। সমান চারটি করে চার-ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৬২ রান করে ইঙ্গিত দিয়ে রাখলেন, এবারো টুর্নামেন্টটাকে স্মরণীয় করে রাখতেই গেছেন তিনি। একাদশে থাকলেও ম্যাচে স্রেফ দর্শক হয়েই থাকলেন সাকিব। ব্যাট করার সুযোগ পাননি। সৌভাগ্য হয়নি বল হাতে নেওয়ারও।

মাহমুদউল্লাহর অবশ্য বল হাতে নেওয়ার সৌভাগ্য হয়েছে। তাতে সফলও। ৩ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে ছাপিয়ে নায়ক তো বৃষ্টিই।