English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৭ ১৫:২৩

মেসির রেকর্ডে, বার্সার গোল উৎসব

অনলাইন ডেস্ক
মেসির রেকর্ডে, বার্সার গোল উৎসব

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় সবগুলো দলের বিপক্ষে গোল করার রেকর্ড গড়লেন লিওনেল মেসি। এ অসারধণ অর্জনে তিনি দ্বিতীয় ফুটবলার।

শনিবার ক্যাম্প ন্যুয়ে আর্জেন্টাইন সুপারস্টার লাস পালমাসের বিরুদ্ধে একটি গোল করেন। একমাত্র গোলটির সুবাদে মেসি লা লিগায় অংশ নেওয়া সবগুলো দলের বিরুদ্ধে গোল করার অনন্য কৃতিত্ব দেখালেন। 

লাস পালমাসের জালে গোল উৎসবের রাতে রিয়ালে সঙ্গে ব্যবধান কমালো বার্সোলনা। লিওনেল মেসি, লুইস সুয়ারেস সাথে মাঝ মাঠে আলো ছড়ালেন রাফিনিয়া-আর্দা তুরানরা জ্বলে উঠলে তাতে বার্সেলোনা পেল প্রত্যাশিত সহজ জয়।  কাম্প নউয়ে অষ্টম স্থানে থেকে খেলতে নামা লাস পালমাসকে ৫-০ গোলে হারায় বার্সেলোনা। জোড়া গোল করেন সুয়ারেস। একটি করে গোল করেন মেসি, তুরান ও আলেইশ ভিদাল।

জয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠল বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪০।

এর আগে সর্বপ্রথম লা লিগার সবগুলোর দলের বিরুদ্ধে গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের আইকন ফুটবলার রাউল গঞ্জালেস।

২৯ বছর বয়সি লিওনেল মেসি লা লিগায় ৩২৬ গোল করেছেন। তবে লা লিগার ৩৫ দলের মধ্যে মেসির সব থেকে প্রিয় প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ ও সেভিয়া। দুই দলের বিপক্ষে ২১টি করে গোল করেছেন মেসি। এরপর ১৯টি করে গোল করেন ওসাসুনা ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে।

মেসি লা লিগায় গোলের বৃত্ত ভরাট করলেও রিয়াল মাদ্রিদের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এখনও পারেননি। সিআর সেভেন লা লিগার ৩১টি দলের বিরুদ্ধে গোল করেছেন। মেসির থেকে তিনি এখনও পিছিলে চার গোলে।