English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০২১ ১৮:২৩

১০ বছরে সর্বোচ্চ লেনদেনের দিনে পুঁজিবাজারে হঠাৎ পতন

অনলাইন ডেস্ক
১০ বছরে সর্বোচ্চ লেনদেনের দিনে পুঁজিবাজারে হঠাৎ পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে মঙ্গলবার (৫ ডিসেম্বর) লেনদেন শুরু হলেও পতন দিয়েই দিন শেষ হয়েছে। টানা আট কার্যদিবস উত্থানের পর পতনের মুখে পড়েছে পুঁজিবাজার। এদিন পুঁজিবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

এদিন বৃহৎ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আড়াই হাজার কোটি টাকার বেশি হয়েছে, যা ১০ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড লেনদেন। এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে ২ হাজার ৭১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে আগের দিন থেকে ৩৫৩ কোটি ৮০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) লেনদেন হয়েছিল দুই হাজার ১৯৩ কোটি ১ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই ৩০ সূচক ৩২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট কমেছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, দর কমেছে ১৯৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৩৪ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ২৩৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।