English Version
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৭ ১৮:০৯

শেয়ারের বাজারের শ্রেষ্ঠ ২২ কোম্পানি

অনলাইন ডেস্ক
শেয়ারের বাজারের শ্রেষ্ঠ ২২ কোম্পানি

কমিশন(বিএসইসি) ও অন্যান্য সংস্থার আইন পালনে সবচেয়ে এগিয়ে রয়েছে ২২ প্রতিষ্ঠান। এসব সেরা প্রতিষ্ঠানকে চার্টার্ড সেক্রেটারিদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ২০১৬ সালে করপোরেট সুশাসনে গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে ।

সেরা হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংকিং ক্যাটাগরিতে করপোরেট সুশাসনের জন্য প্রথম পুরস্কার পেয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে সাউথইস্ট ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে স্বীকৃতি পেয়েছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। দ্বিতীয় অবস্থানে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং তৃতীয় সেরা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

বীমায় এক নম্বরে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, দ্বিতীয় প্রাইম ইন্স্যুরেন্স এবং ফিনিক্স ইন্স্যুরেন্স তৃতীয়।

ওষুধ, খাদ্য ও আনুষঙ্গিকে প্রথম হয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, দ্বিতীয় ও তৃতীয় সেরা প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেয়েছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বস্ত্র ও তৈরি পোশাকে প্রথম এনভয় টেক্সটাইলস লিমিটেড। দ্বিতীয় অবস্থানে শাশা ডেনিমস ও তৃতীয় স্কয়ার টেক্সটাইলস লিমিটেড।

তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ ও সেবায় গ্রামীণফোন লিমিটেড প্রথম এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড দ্বিতীয়।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সেরা প্রতিষ্ঠান এমজেএল বাংলাদেশ লিমিটেড এবং দ্বিতীয় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

ম্যানুফ্যাকচারিং ও রসায়নে প্রথম আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় সেরা ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো এবং হাইডেলবার্গ সিমেন্ট।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আইসিএসবি চতুর্থ ন্যাশনাল করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৬’ বিতরণ অনুষ্ঠানে বিজয়ী কোম্পানির কাছে সনদ তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ।

ড. এম খায়রুল হোসেন বলেন, কোম্পানির ব্যবসা, শেয়ারহোল্ডারদের স্বার্থ ও করপোরেট সুশাসন দীর্ঘমেয়াদে একই সূত্রে গাঁথা। আইসিএসবির এ পুরস্কার দেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোয় সুশাসন উৎসাহিত করছে, যা পুঁজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে আইসিএসবি প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দেশের করপোরেট খাতে সুশাসন প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও করপোরেট সুশাসন একটি প্রতিষ্ঠানের কর্মীদের মনোবল উন্নত করে, যা উৎপাদনশীলতা বাড়িয়ে ব্যবসার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে সহায়ক হয়।